শুভ সন্ধ্যা, আমি লিনাক্স উবুন্টু ব্যবহার করছি অনেকদিন হলো। বুন্টু-মিন্ট এর আড্ডা থেকে মিন্ট ব্যবহারের ইচ্ছা জাগে। নেট ঘেঁটে খুঁজে পাইনি কেন উবুন্টু ব্যবহার না করে মিন্ট ব্যবহার করবো। কেউ কি বলতে পারেন- ১।উবুন্টু আর মিন্ট এর বেসিক পার্থক্যগুলো কি? ২।সুবিধা-অসুবিধা কি? ৩।মিন্টের আরেকটি ভার্সন মিন্ট Xfce টা আসলে কি? মূল মিন্ট ছেড়ে এটা কেন ব্যবহার করবো? ৪।নেটবুকের জন্য লিনাক্সের (উবুন্টু এবং মিন্টের মধ্য) কোন ডিস্ট্রোটা সবচেয়ে ভালো- স্বল্প কনফিগে ভালো চলবে?
উবুন্টু আর মিন্টের ইউজারদের ভালো একটা ফাইট আশা করছি যাতে অনেক তথ্য পাই ;) ধন্যবাদ, -সাইফ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd