সাজেদুর রহিম জোয়ারদার আমার মাদারবোর্ড এ্যালবাটর্ন, ইন্টেল সেলেরন প্রসোসর, উবুন্টু ১০.০৪ চালাচ্ছি। আপনার কথা মতো কোন কাজ হচ্ছে না আগের মতোই সমস্যা থেকে গেছে।
Thanks ভাই আজম 2010/7/13 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > ভাই আজম > > সিস্টেম চালু করে নেট কানেকশান করে নিয়ে নিচের ধাপ অনুসারে কাজ করে যান: > > ১। System>>Administration>>Synaptic Package Manager এ ক্লিক করুন > ২। আপনার পাসওয়ার্ড দিন। সিন্যাপটিক চালু হবে। > ৩। এবার সিন্যাপটিকের উইন্ডোতে মার্ক অল আপগ্রেড এ ক্লিক করুন। > ৪। Apply করুন। > ৫। সিস্টেম আপগ্রেড হয়ে গেলে সিন্যাপটিকের সার্চ বক্সে লিখুন libstdc++6 > ৬। যে প্যাকেজ লিস্ট পেলেন সেখান থেকে libstdc++6 সিলেক্ট করে ইন্সটল করতে > দিন। > ৭। ব্যস এবার সিন্যাপটিক বন্ধ করে বেরিয়ে আসুন > ৮। System>>Administration>>Printing এ ক্লিক করুন। > ৯। এরপর লেক্সমার্কের আগের যে ড্রাইভার লোড করেছিলেন তা মুছে দিন। > ১০। এবার আপনার প্রিন্টারটি কম্পুতে কানেক্ট করে তারপর চালু করে দিন। > ১১। প্রিন্টারটির ড্রাইভার সয়ংক্রিয়ভাবেই নিয়ে নেবে। টেষ্ট প্রিন্ট দিন। > > এবারো যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তবে আপনার সিস্টেমের বিস্তারিত > যেমন অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার কনফিগারেশান, প্রিন্টার মডেল সব জানিয়ে > একটা পোষ্ট দিন। > > রিং > +8801671411437 > +919874079881 > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd