ভাই আজম

সিস্টেম চালু করে নেট কানেকশান করে নিয়ে নিচের ধাপ অনুসারে কাজ করে যান:

১। System>>Administration>>Synaptic Package Manager এ ক্লিক করুন
২। আপনার পাসওয়ার্ড দিন। সিন্যাপটিক চালু হবে।
৩। এবার সিন্যাপটিকের উইন্ডোতে মার্ক অল আপগ্রেড এ ক্লিক করুন।
৪। Apply করুন।
৫। সিস্টেম আপগ্রেড হয়ে গেলে সিন্যাপটিকের সার্চ বক্সে লিখুন libstdc++6
৬। যে প্যাকেজ লিস্ট পেলেন সেখান থেকে libstdc++6 সিলেক্ট করে ইন্সটল করতে দিন।
৭। ব্যস এবার সিন্যাপটিক বন্ধ করে বেরিয়ে আসুন
৮। System>>Administration>>Printing এ ক্লিক করুন।
৯। এরপর লেক্সমার্কের আগের যে ড্রাইভার লোড করেছিলেন তা মুছে দিন।
১০। এবার আপনার প্রিন্টারটি কম্পুতে কানেক্ট করে তারপর চালু করে দিন।
১১। প্রিন্টারটির ড্রাইভার সয়ংক্রিয়ভাবেই নিয়ে নেবে। টেষ্ট প্রিন্ট দিন।

এবারো যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তবে আপনার সিস্টেমের বিস্তারিত
যেমন অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার কনফিগারেশান, প্রিন্টার মডেল সব জানিয়ে
একটা পোষ্ট দিন।

রিং
+8801671411437
+919874079881
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • Re: [Ubuntu-B... Ovro Niil
    • Re: [Ubu... সাজেদুর রহিম জোয়ারদ ার

Reply via email to