শুভ দা Tata Photon+ ব্যবহার করে আমিও তো কোলকাতায় মিন্ট ৮ বা হেলেনা ব্যবহার করেছি। wvdial ব্যবহার করে আমিও তো আপনার মতো করেই নেটে কানেক্টেড হয়েছিলাম। তবে এমপ্যাথি বা পিজিন আমার ক্ষেত্রে কোন ঝামেলা করেনি। খুব সুন্দর ব্যবহার করেছি।
আপনি টিমভিউয়ার ইন্সটল করে আমাকে কানেক্ট করুন। দেখিতো ঝামেলাটা কোথায়। রিং +৮৮০১৬৭৪১১৪৩৭ -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd