আমি লিনাক্স মিন্টে কোন ইন্টারনেট ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারছি না। যদিও আমি দুইটা ম্যাসেঞ্জারের মাধ্যমে চেষ্টার করেছি ( পিজিন এবং এ্যামপ্যাথি) দুইটার এক টাও লগিন হচ্ছে না। কিন্তু তাছাড়া নেট ব্রাউজ সহ সব কাজই করতে পারছি।
পিজিন ব্যবহার করলে waiting for network connection এটা অনেক্ষন ধরে দেখাচ্ছে কিন্তু লগিন হচ্ছে না। এ্যামপ্যাথি ব্যাবহার করলেও একই ধরনের সমস্যা। দুইটা একাউন্ট এড করেছি gmail আর yahoo । লিনাক্স মিন্ট-৮ ব্যবহার করছি। এবং http://jamal919.wordpress.com/2010/05/07/configuring-citycell-zoom-ultra-modem-zte-ac2716-in-ubuntu-linux-mint/ ভাবে অর্থাৎ টার্মিনালে sudo wvdial zoom লিখে নেটে প্রবেশ করছি। আমার কাছে মনে এই ভাবে কানেকশন করার জন্যই কি ঝামেলা করছে? অনুগ্রহ করে কেউ কি একটু হেল্প করবেন? আগাম ধন্যবাদ সবাইকে। -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd