কয়েকজনের কাছে শুনেছিলাম যে কারমিকে সফটওয়্যার সেন্টার নাকি বাগি ছিল। কী জানি!
তবে ল্যুসিডের সফটওয়্যার সেন্টারটা খুব ভালো লেগেছে, সিনাপ্টিকের "প্রায়" সব
সুবিধা এতে আছে। তিন দিন হয়ে গেল ল্যুসিড ব্যবহার করছি... এখনো সবকিছু পারফেক্ট
চলছে...

২ মে, ২০১০ ১:০৯ pm এ তে, Tareq Hasan <tareq1...@gmail.com> লিখেছে:

> আমার ল্যাপটপে এখনো কারমিকের কোন বাঘ পাইনি। লুসিড ডাউনলোড করে রেখেছি, ইন্সটল
> এখনো দেয়া হয় নি। কারমিকের পাশাপাশি লুসিড ইন্সটল করে আস্তে আস্তে ট্রান্সফার
> হবো।
> --------------------------------------------
> Best regards
> Tareq Hasan
> My Blog (http://tareq.weDevs.com)
> Follow me: (http://twitter.com/tareq_cse)
>
>
> 2010/5/2 Ovro Niil <ovron...@gmail.com>
>
> > ল্যুসিড লিংক্সের উপর এই
> > রিভিউটা<
> >
> http://ovroniil.wordpress.com/2010/04/30/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%AA/
> > >লেখার
> > পর অনেকেই মেইল করে জানতে চাচ্ছেন যে এটা কারমিকের মত 'বাগি' (buggy)
> > কিনা? তাই সবাইকে আলাদা আলাদা উত্তর না দিয়ে কমন একটা চিঠি লেখাটাই আমার
> কাছে
> > শ্রেয় মন হয়েছে। তাই চিঠিটার একটা কপি উবুন্টুবিডি'র মেইলিং লিস্টিও পাঠিয়ে
> > দিলাম।
> >
> > প্রথমতঃ আমি ঢালাওভাবে কারমিক ব্যবহার করিনি। জন্টি থেকে ল্যুসিডে এসেছি।
> তাই
> > কারমিকের ব্যাপারে একেবারেই সেরকম কিছু জানিনা।
> > দ্বিতীয়তঃ জন্টিতে গত এক বছরে আমি কোন সমস্যায় পড়িনি। ঠিক একইভাবে ল্যুসিডেও
> > এখনো পর্যন্ত কোন সমস্যায় পড়িনি।
> > তৃতীয়তঃ কারমিকে কি ধরণের বাগের সম্মুখীন হয়েছেন সেটা বললে হয়তো বুঝতে
> পারতাম।
> > কিন্তু শুধু যদি বলেন যে 'অনেক বাগ ছিল' তাহলে তো নির্দিষ্ট করে বোঝা কঠিন
> > তাইনা!
> > চতুর্থতঃ হার্ডওয়ারের দিক থেকে আমি বেশ সুবিধাজন অবস্থায় আছি। আমি ব্যবহার
> করি
> > ডেলের ল্যাপটপ, তাই উবুন্টুর জন্য পারফেক্ট সাপোর্ট পাবো সেটা নিশ্চিত।
> >
> > সবার প্রতি অনুরোধ- কারো কোন প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগতভাবে মেইল না দিয়ে
> > এই
> > মেইলিং লিস্টে প্রশ্ন করলে খুব ভালো হয়, তাহলে আরো অনেকেই ব্যাপারটা জানতে
> > পারবে এবং জানাতে পারবে।
> >
> > --
> > অভ্রনীল ::: Ovroniil
> > http://ovroniil.wordpress.com/
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd@lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to