আমার ল্যাপটপে এখনো কারমিকের কোন বাঘ পাইনি। লুসিড ডাউনলোড করে রেখেছি, ইন্সটল
এখনো দেয়া হয় নি। কারমিকের পাশাপাশি লুসিড ইন্সটল করে আস্তে আস্তে ট্রান্সফার
হবো।
--------------------------------------------
Best regards
Tareq Hasan
My Blog (http://tareq.weDevs.com)
Follow me: (http://twitter.com/tareq_cse)


2010/5/2 Ovro Niil <ovron...@gmail.com>

> ল্যুসিড লিংক্সের উপর এই
> রিভিউটা<
> http://ovroniil.wordpress.com/2010/04/30/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%AA/
> >লেখার
> পর অনেকেই মেইল করে জানতে চাচ্ছেন যে এটা কারমিকের মত 'বাগি' (buggy)
> কিনা? তাই সবাইকে আলাদা আলাদা উত্তর না দিয়ে কমন একটা চিঠি লেখাটাই আমার কাছে
> শ্রেয় মন হয়েছে। তাই চিঠিটার একটা কপি উবুন্টুবিডি'র মেইলিং লিস্টিও পাঠিয়ে
> দিলাম।
>
> প্রথমতঃ আমি ঢালাওভাবে কারমিক ব্যবহার করিনি। জন্টি থেকে ল্যুসিডে এসেছি। তাই
> কারমিকের ব্যাপারে একেবারেই সেরকম কিছু জানিনা।
> দ্বিতীয়তঃ জন্টিতে গত এক বছরে আমি কোন সমস্যায় পড়িনি। ঠিক একইভাবে ল্যুসিডেও
> এখনো পর্যন্ত কোন সমস্যায় পড়িনি।
> তৃতীয়তঃ কারমিকে কি ধরণের বাগের সম্মুখীন হয়েছেন সেটা বললে হয়তো বুঝতে পারতাম।
> কিন্তু শুধু যদি বলেন যে 'অনেক বাগ ছিল' তাহলে তো নির্দিষ্ট করে বোঝা কঠিন
> তাইনা!
> চতুর্থতঃ হার্ডওয়ারের দিক থেকে আমি বেশ সুবিধাজন অবস্থায় আছি। আমি ব্যবহার করি
> ডেলের ল্যাপটপ, তাই উবুন্টুর জন্য পারফেক্ট সাপোর্ট পাবো সেটা নিশ্চিত।
>
> সবার প্রতি অনুরোধ- কারো কোন প্রশ্ন থাকলে আমাকে ব্যক্তিগতভাবে মেইল না দিয়ে
> এই
> মেইলিং লিস্টে প্রশ্ন করলে খুব ভালো হয়, তাহলে আরো অনেকেই ব্যাপারটা জানতে
> পারবে এবং জানাতে পারবে।
>
> --
> অভ্রনীল ::: Ovroniil
> http://ovroniil.wordpress.com/
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to