আচ্ছা আমি বেশ কয়েকদিন হয়ে গেল লিনাক্স ইউজ করছি কিন্তু কিছু কিছু জিনিষ এখনও বুঝলাম না।যেমন:
১।লিনাক্স এ সফটওয়্যার এর লাইসেন্স এগ্রিমেন্ট নাই কেন? ২।লিনাক্স এ ড্রাইভ নাই কেন উইন্ডোজ এর মত? ৩।লিনাক্স এ উইন্ডোজ বা ম্যাক এর মত সফটওয়্যার সিডিতে করে বাজারে পাওয়া যায় না কেন? ৪। উবুন্টুটা এত সাদামাটা কেন? ভিস্তা বা উইন ৭ কত সুন্দর। ৫।উইন্ডোজ এ যেমন সব কিছুই গ্রাফিকাল ওয়ে তে করা যায় লিনাক্স এ ও কি তা সম্ভব? ধন্যবাদ। ----- With best wishes- Sharmin Akter Jui Powered by the 6zap. Sign up at http://www.6zap.com for an account that provides advanced e-mail, calendar and contacts capabilities. -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd