দেখি আমারটাও লিখি। ১) কেট,ভিম, ২) কনভারসেশন ৩) ফায়ারফক্স, কনকোয়ারার, প্রিজম(ফেসবুক ইত্যাদির জন্য) ৪) আমারোক, জাইন, ৫) কেডিইএসভিএন, কেডেভেলপ, কেকেশগ্রিন্ড, এক্লিপ্স ৬) wget, কেগেট
এর বেশি আর কিছু খুব একটা ইউজ করি না। কেন যেন মনে হচ্ছে KDE vs GNOME বিতর্ক শুরু হতে পারে। সেই ক্ষেত্রে আগেই বলে নেই, অমি KDE ভক্ত হলেও KDE র পক্ষ কিন্তু নিব না। আর GNOME?? সে তো আরো না। আমি কমান্ড লাইন ইন্টারফেসের পক্ষে আছি। :D -- A K M Mokaddim http://talk.cmyweb.net http://twitter.com/shiplu Stop Top Posting !! বাংলিশ লেখার চাইতে বাংলা লেখা অনেক ভাল -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd