-----
2009/3/30 Shabab Mustafa <shabab.must...@gmail.com> > নিজের ঘর গোছানের আগেই বাইরের লোক দাওয়াত দিলে তাতে লোকে খুব ভাল বলে না। মজার > ব্যাপার হচ্ছে, এই মার্চ মাসের তৃতীয় শুক্রবার বহুদিন আগে পেরিয়ে গেলেও এই > মাসের মিটিংয়ের ব্যাপারে কারো কোন আগ্রহ দেখলাম না। আইআরসি-তে যে ফেব্রুযারি > মাসের পেন্ডিং মিটিং হল তাতে লগ পড়ে যা বুঝলাম ৪ ঘন্টাব্যাপী মিটিংয়ে কোন > 'এন্তার' আলোচনা হলেও কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। > > এরপরও যদি কেউ সফটএক্সপো বা ফেয়ার করতে চান আমার আর আপত্তি কি? করেন। তবে > সনির্বন্ধ অনুরোধ দয়া করে এমন কিছু করবেন না যাতে লোকে হাসাহাসি করে। What I think is... as Russell John had the server crash problem, this month's meeting was not discussed. BLUA should be more active. > > -- > Ubuntu Bangladesh mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd