On Mon, Mar 30, 2009 at 3:37 PM, dark lord <darklord2...@gmail.com> wrote:

> We should now think about get a stall at basis soft expo or comp fair.
> .......................................................................................
> .
> .......................................................................................

.................................................................

বাংলাদেশে লিনাক্স এবং ওপেনসোর্স কে লাইমলাইটে আনার জন্য এবং সরকার কে
> এটা জানানোর জন্য যে ওপেনসোর্স  সফটওয়ার ব্যাবহারের সুবিধা কি এবং
> পাইরেটেড সফট ওয়্যার ব্যাবহারের ঝুকিঁ কি...
>
>
আমার ব্যক্তিগত মত স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তববাদীও হতে হবে।

আমাদের গ্রুপ এখনও সংঘবদ্ধ নয় এসব কাজ করার জন্য। আগে গ্রুপ তৈরি করে কাজ ভাগ
করে দেয়া লাগবে তারপর বাকি সব কাজ আগাতে হবে।

আমরা স্বপ্ন দেখি বড় আড্ডা মারি ভালো কিন্তু কাজের সময় একজন আরেকজনের উপর থাকি
কোন নির্দিষ্ট নেতৃত্ব নেই, দায়বদ্ধতা নেই।

এরকম এক্সপো ফেয়ারে অংশ নেয়ার জন্য আমাদের একটি অংশকে প্রতিনিয়ত কাজ করতে হবে
স্পন্সর যোগাড়ের জন্য। এরকম অনুষ্ঠান টাকা দিয়ে স্পন্সর করার বদলে বেশি কার্যকর
লজিস্টিক্স দিয়ে স্পন্সর করা। বড় বড় প্রতিষ্ঠান যে স্পন্সর করতে আগ্রহী তা গত
কয়েকটি সফটওয়্যার মেলা দেখলেই বুঝা যায়। কিন্তু আমাদের সেরকম লোক নেই প্রতিনিয়ত
কাজ করার জন্য।

টিম ভাগ করে দায়িত্ববোধও নির্ধারণ করে দিতে হবে এসব কাজের জন্য আমাদের
সিনিয়রদের দিকেই আমি বেশি তাকাবো। তারা অধিকাংশ ক্ষেত্রেই মৌনতা অবলম্বন করেন
"ব্যস্ততা"র অযুহাতে কিন্তু এতে টিমের ভালোর চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নেতৃত্বের
অভাবে কেবল আলোচনাই হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না।


আমি নিশ্চিত এই থ্রেড নিয়েও অনেক পরিকল্পনা হবে আলোচনা হবে কিন্তু কাজের কাজ
একটুও আগাবে না।

যাই হোক অযথা বড় করে লাভ নেই শেষ করছি....................

-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh http://www.ubuntu-bd.org

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to