>
> আপনার কথায় মনে হচ্ছে সর্বস্তরের বাঙালি এতো বৃহদায়তন প্রজেক্ট শুরু করার মতো
> পরিপক্ক নয়। এটা উবুন্তু বাংলাদেশ বা স্বেচ্ছাসেবকদের প্রতি আহবান নয়। এটা
> কারো
> একার কাজ নয়। একার পক্ষে সম্ভবও নয়। ১২ বছরের শিশুরা অংশগ্রহণ করতে মানা নেই।
> সব পর্যায়ের সবাইকেই কীভাবে এগুনো যায় ভাবতে হবে।
>
> আর যদি মনে করেন না এরা তো পাঠানদের মতো পরাটা খায়না, তাই পেস বোলিং সম্ভব নয়।
> তাহলে আলু পরাটা খেয়ে বাংলা অনুবাদের উপায় শেখার প্রশিক্ষণ নিতে পারে সবাই।
> কাদের কাছে নেবে বলুন তো?  আংরেজ? জার্মান? রুশ?


ভাইজান, আমার ধারণা আমরা একই রাস্তায় হাঁটছি না। এখানে করতে পারবে কি পারবে না
সে তর্ক কোথা থেকে আসছে? আবারও বলছি আমার কথার মূল পয়েন্টা হচ্ছে আগে আমাদের
কিছু ছোট-মাঝারি মানের প্রজেক্ট চালিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে প্রস্তুত হয়ে
তারপর বড় কাজে হাত দেয়া দরকার।

পেস বোলিং তো অনেকেই করে। তাদের মধ্যে থেকে কয়জন ম্যাকগ্রা, ওয়াসিম, ব্রেট লি
বের হয়? আর আপনার কি ধারণা এরা বাংলা সিনেমার মত রাতে ঘুমিয়ে ছিল আর সকালে উঠেই
দেখেছে দুনিয়া সেরা পেস বোলার হয়ে গেছে?

আবার পরোটা না খেলেও যেমন পেস বোলার হওয়া যায় তেমনি পরোটা খানেওয়ালা হলেই পেস
বোলার হয় না।
-- 
Ubuntu Bangladesh mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to