অপরাজেয় বাংলা কোনটা যেন? -- Omi Azad <http://omi.net.bd> *|* +8803894550305 *|* Contributor of Ekushey <http://ekushey.org>
On 12/18/2008 8:58 PM, DarkLord (:= wrote: > ঠিক আছে টিএসসিতেই মিলিত হই সবাই অপরাজেয় বাংলা তো চেনেন সবাই > > 9el wrote: > >> টিএসসি সবার জন্য সুবিধা হবে বাংলা একাডেমী চেনেনা অনেকে! :) >> >> >> 2008/12/18 Shabab Mustafa<shabab.must...@gmail.com> >> >> >> >>> ভাইজানরা, সবাই তো আর মিলিটারি টাইম মেইনটেইন করে আসতে পারব না, তাই এইখান >>> থেকে >>> ওইখানে যাব, তারপর ওইখানে গিয়ে বসব, এইভাবে হলে কিন্তু একজন আরেকজনকে খুঁজে >>> পেতে খবর হয়ে যাবে। তাই নির্দিষ্ট জায়গা প্রয়োজন। >>> >>> তার বিকাল তিনটা সময়টা শুক্রবারের জন্য একটু বেশি আগে হয়ে যাচ্ছে না? সাড়ে >>> তিনটা হলে ভাল হয়। >>> >>> আমার মতে সোহরাওয়ার্দীতে যদি বসা হয়, তাহলে বাংলা একাডেমীর সামনে বা উল্টাদিকে >>> দেখা করলে ভাল হয়। তারপর ভিতরে ঢুকে যাওয়া যাবে। >>> -- >>> Ubuntu Bangladesh mailing list >>> ubuntu-bd@lists.ubuntu.com >>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >>> >>> >>> > > > -- -- Omi Azad <http://omi.net.bd> *|* +8803894550305 *|* Contributor of Ekushey <http://ekushey.org> -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd