চরম সহমত। আমারও আসা হবে না কারন কালকে দুপুরে একটি কাজে আমাকে সাভার যেতে হবে ফিরবো পরশু দিন ।
সব ছবি গুলো কোথাও আপলোড করলে ভালো হয় যেখানে সবাইকে ট্যাগ করা থাকবে। 2008/12/19 Azim Charles <azim.char...@gmail.com> > সবার আনন্দ দেখে ভাব লাগছে। আমিও খুব উত্তেজিত ছিলাম এই আড্ডার জন্য, কিন্তু > আমি আসতে পারছি না ভাই সকল। অফিস এর কাজে কাল সকালে বগুরা যাচ্ছি। > > ইস কত বড় মিসটাই না করবো সবাইকে, আড্ডাকে। > > সবাই ভাল থাকুন আর আড্ডা দিন। ছবি গুলো চাই কিন্তু। > > আচ্ছ যদি আমরা ফেচবুক এ একটা গ্রুপ খুলি এবং সবার ছবি থাকে সেখানে, তাহলে সবাই > সবার মুখটা তো অন্তত চিনতে পারবো। তাহলে এরপর এইরকম আড্ডার আয়োজন হলে খুজে বের > করতে সমাস্যা হবে না। > > সবাই কি বলেন??? > > ধন্যবাদ সবাইকে > 2008/12/18 Md.shoriful Islam Ronju <smro...@yahoo.com> > > > আমাদের সবারই টি এস সি তেই আসা উচিত । > > Md. Shoriful Islam Ronju. > > > > --- On Thu, 12/18/08, 9el <le...@phpxperts.net> wrote: > > From: 9el <le...@phpxperts.net> > > Subject: Re: [Ubuntu-BD] how about BLUA EID gathering?? > > To: "Ubuntu Bangladesh" <ubuntu-bd@lists.ubuntu.com> > > Date: Thursday, December 18, 2008, 8:24 PM > > > > টিএসসি সবার জন্য সুবিধা হবে > > বাংলা একাডেমী চেনেনা অনেকে! :) > > > > > > 2008/12/18 Shabab Mustafa <shabab.must...@gmail.com> > > > > > ভাইজানরা, সবাই তো আর > > মিলিটারি টাইম মেইনটেইন করে > > আসতে পারব না, তাই এইখান > > > থেকে > > > ওইখানে যাব, তারপর ওইখানে > > গিয়ে বসব, এইভাবে হলে কিন্তু > > একজন আরেকজনকে খুঁজে > > > পেতে খবর হয়ে যাবে। তাই > > নির্দিষ্ট জায়গা প্রয়োজন। > > > > > > তার বিকাল তিনটা সময়টা > > শুক্রবারের জন্য একটু বেশি আগে > > হয়ে যাচ্ছে না? সাড়ে > > > তিনটা হলে ভাল হয়। > > > > > > আমার মতে সোহরাওয়ার্দীতে > > যদি বসা হয়, তাহলে বাংলা > > একাডেমীর সামনে বা উল্টাদিকে > > > দেখা করলে ভাল হয়। তারপর > > ভিতরে ঢুকে যাওয়া যাবে। > > > -- > > > Ubuntu Bangladesh mailing list > > > ubuntu-bd@lists.ubuntu.com > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > -- > > Ubuntu Bangladesh mailing list > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > > > > > -- > > Ubuntu Bangladesh mailing list > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > -- > Azim Charles > ------------------------------------------------ > ~~Be Linux, Be Open Source, > ~~Get Fredom~~ > http://azimcharles.blogspot.com > ................................................. > -- > Ubuntu Bangladesh mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- [saikat] www.nasirkhan.co.cc আমার ব্লগ: http://nasir8891.wordpress.com -- Ubuntu Bangladesh mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd