Congratulations! :) 2008/11/3 Saady Amin <[EMAIL PROTECTED]>
> Thank you for the nice suggestion. I have submitted the article to > mukto.org. Hope they will post it! > > I would also thank everyone who commented as this was my first article > of any kind. I would also like thank my wife for proof-reading it. > > On Mon, 2008-11-03 at 02:50 +0600, DarkLord (:= wrote: > > hi i want to put this article in mukto.org so i need your permission > > > > you can also write in mukto > > > On 11/2/2008 11:35 PM, Saady Amin wrote: > > > > > >> আমরা সবাই জানি ওপেন অফিস দৈনন্দিন কাজের জন্য একটি ভালো প্রোগ্রাম। আরও > > >> ভালো যে এটি একটি মুক্ত সফটওয়্যার, অর্থাৎ সবাই এটি বিনামূল্যে ডাউনলোড, > > >> ব্যবহার, ও বিতরণ করতে পারেন। লিনাক্স ব্যবহারকারীরা, বিশেষ করে উবুন্টু > > >> ব্যবহারকারীরা এ খবর এমনিতেই জানেন, কারন ওপেন অফিস উবুন্টু'র সাথেই আসে। > > >> > > >> বর্তমানে নতুন ভার্সনের ওপেন অফিস হচ্ছে ৩.০ (রিলিজ ১৩ই অক্টোবর) > > >> > > >> দুঃখজনক হলেও সত্যি যে, নতুন উবুন্টু ৮.১০"ইন্ট্রাপিড আইবেক্স" এ (এই > ৩০শে > > >> অক্টোবরে রিলিজ করা হল), পুরানো ভার্সনের ওপেন অফিস (২.৪১)দেয়া হয়েছে। > > >> উবুন্টু'র ডেভেলপারগন নতুন ওপেন অফিস আপডেট করার প্রয়োজনীয় সময় পাননি বলে > > >> বিভিন্ন ওয়েবসাইট সূত্রে জানা যায়। > > >> > > >> উবুন্টু ৮.১০ তে ওপেন অফিস ৩.০ অফলাইনে ইন্সটল করা সম্ভব। অফলাইনে > > >> ডাউনলোডকৃত ফাইলটি দিয়ে অন্যান্য পিসি আপডেট করা সম্ভব বলে, এ পন্থা আমার > > >> কাছে বেশী পছন্দনিয়। আমার উবুন্টু ৮.১০ এ আমি ওপেন অফিস ৩.০ ইন্সটল করেছি > > >> এবং তা দিয়েই এই আর্টিকেল লিখলাম। > > >> > > >> ১ম ধাপ(ওপেন অফিস ডাউনলোড করা) > > >> ওপেন অফিস পাওয়া যাবেhttp://download.openoffice.org/other.html > > >> এখানে লিনাক্স ডেব (Linux DEB) এর নিচে English বরাবর Download এ ক্লিক > > >> করুন। ফাইলের সাইজ ১৫৪ মেগাবাইট > > >> > > >> ২য় ধাপ(ওপেন অফিস extract করা) > > >> ডাউনলোডকৃত ফাইল টি একটি ডিরেক্টরিতে extract করুন এবং ডিরক্টরির > লোকেশনটি > > >> লিখে নিন। > > >> > > >> ৩য় ধাপ(পুরানো ওপেন অফিস মুছে ফেলা) > > >> মেনু থেকে Add/Remove চালু করুন এবং পুরানো ওপেন অফিসের সব কিছু মুছে > > >> ফেলুন। বিশেষ করে openoffice.org-core প্যাকেজ টি অব্শ্যই মুছতে হবে। > > >> আপনিSynaptic Package Manager এর মাধ্যমে তা নিশ্চিত করতে পারেন। > > >> > > >> শেষ ধাপ (নতুন ওপেন অফিস ইন্সটল করা) > > >> Application থেকেTerminal চালু করুন এবং পূর্বের Extract করা ডিরেক্টরির > > >> লোকেশনে যান। কমান্ডলাইনে লিখুন: > > >> > > >> sudo dpkg -i -R . > > >> > > >> পাসওয়ার্ড দিন এবং ইনস্টল শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। লক্ষ্য করুন > > >> যে, R এর পর ডট (.) দিতে ভুলবেন না! > > >> > > >> > > >> মন্তব্য > > >> উল্লেক্ষ্য যে, আমি ফ্রেশ ইনস্টলকৃত উবুন্টু ৮.১০"ইন্ট্রাপিড আইবেক্স" > উপর > > >> ওপেন অফিস ৩.০ ইনস্টল করেছি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। কিন্তু যাই > > >> করুন না কেন নিজ দায়িত্বে সাবধানে করবেন, যেহেতু আমি এ ব্যপারে বিশেষজ্ঞ > > >> নই। > > >> > > >> আশা রাখি ওপেন অফিস ৩.০ ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। > > >> > > >> ধন্যবাদান্তে, > > >> > > >> সাদী আমিন > > >> https://launchpad.net/~saadyamin <https://launchpad.net/%7Esaadyamin> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > >> > > > > > > > > > > > > > -- > ubuntu-bd mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- ------------------------------------------------------------------------- Use FreeOpenSourceSoftwares, Stop piracy, Let the developers live. Get a Free CD of Ubuntu mailed to your door without any cost. Visit : www.ubuntu.com ------------------------------------------------------------------------- -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd