প্রতি সেলিম রহমান ভাই

আমাদের কোন কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দুঃখিত। এভাবে প্রতিক্রিয়া
জানানো হয়তো উচিত হয়নি আমাদের। আপনি খুব সম্ভবত সরল মনেই এই ইমেইল পাঠিয়েছেন।

ভাই কিছু মানুষ চেষ্টা করেন সহজে ইমেইল দিয়ে মানুষকে বোকা বানাতে। অনেকে তো
আবার স্প্যামিং-এর জন্য ইমেইল হাতাবার জন্য এই কাজ করে থাকে। কখনও এরকম বিষয়ে
বিশ্বাস করবেন না। মাইক্রোসফট যদি আসলেই এরকম কোনকিছু চালু করে তাহলে বিভিন্ন
ইম্যাগাজিন ব্লগ, ফোরামে এব্যাপারে আপডেট পাবেন। আমাদের এই মেইলিং লিস্টেও পেতে
পারেন এরকম আপডেট :)

প্রতি রাসেল ভাই
একেবারে মেন্যুয়াল না করে দিয়ে বরং অন্তর্বর্তীকালীন পুনর্বাসনের ব্যবস্থা
রাখতে পারেন। উনি খুব সম্ভবতো সরল মনেই করেছেন।


কিন্তু ভোটের কি হলো?? কেউ ভোট দেন না কেনো??? :(

এতো সুন্দর একখানে স্প্যাম ইমেইল লিখলাম :(

--
-- 
ubuntu-bd mailing list
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to