2008/9/30 নাসির খান <[EMAIL PROTECTED]> > তারেক ভাই-এর মত আমারও একই অবস্থা। এখনও পাশ করি নাই । > CSE তে পড়ি। তিন সেমিস্টার হইসে মাত্র। > > টপিকটা দেখেই কাজ করতে ইচ্ছা করলো সবটুকু পড়ার পর বুঝলাম ইচ্ছা থাকলেও কাজটা > করার মত সব যোগ্যতা আমার নাই(!!!)। >
নাসির ভাই কখনও মনে করবেন না যোগ্যতা নেই। বরং যোগ্যতা অর্জন করে নেয়া সম্ভব। ধরুন যারা চাকরীতে যায় তারা কি সবাই চাকরীর সবকিছু জানে? তারা শিখে নেন কাজ। এই চাকরীর যোগ্যতা যেগুলো বলেছে সবগুলো আমারও নেই, কিন্তু আগ্রহ নিয়ে কিছুদিন দেখলে অবশ্যই জানা সম্ভব হবে :) -শাহরিয়ার -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd