হ্যাঁ, Shiretoko Web Browser পেয়েছি। অনেক ধন্যবাদ। কিন্তু এরকম হলো
কেন? আলাদা নাম!! অদ্ভুত ব্যাপার!! আমি সেদিন এটা দেখিছলাম। কিন্তু হঠাৎ
বিদ্যুত যাওয়ায় আর পরে চেক করা হয়নি। মনেও ছিল না।
উইন্ডোজ হলে কিন্তু পুরনো ভার্সনের সাথে রিপ্লেস হয়ে যেতো। কিন্তু
উবুন্টুতে হলো না। কারণ কি?
আমার সমস্যার সমাধান হ
ফায়ারফক্সের ৩.৫ ভার্শন বের হয়েছে সেই কবে। অথচ এখনও ডিফল্টভাবে
ফায়ারফক্স ৩.৫ ভার্শন ব্যবহার করতে পেলাম না।
আলাদাভাবে জিপফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে রেখেছি। সেখান থেকে রান
করেই ব্যবহার করছি। এছাড়াও Synaptic থেকে ডাউনলোড করেছি, কিন্তু
মেনুবারের ইন্টারনেট সাবমেনুতে পুরনো ৩.০.১১ কে বাতিল করে এখনও ৩.৫
পরশমনি এডঅনটি ফায়ারফক্সে ইনস্টল করে নিন।
On 7/30/09, Alamgir Murshed wrote:
> I have been using ubuntu 9.04 .
> Everything is going on ok but I am little bit unhappy when I see that I have
> to switch back on windows for reading Popular Bangla News Paper (Jugantor,
> Amadershomoy,Ittefaq etc). A
কোন একটি অজানা কারণে ফায়ারফক্স হ্যাং হয়ে গিয়েছিল। উবুন্টুর force quit
বোতাম চেপে (মেনুবারে এপলেট রেখেছি) বন্ধ করলাম। পরে আবার ফায়ারফক্স চালু
করতে গেলাম, কিন্তু তখন মেসেজ দিচ্ছে যে "Firefox is already running,
but is not responding. To open a new window, you must first close the
existing Firefox pro
আমার মেইলের বিষয়ের ঘরে কোথাও IMPORTANT SECURITY UPDATES লেখা নাই।
বডিতে যা লেখা আছে তা উবুন্টুর ডিফল্ট Update manager এর।
On 7/24/09, Shahriar Tariq wrote:
> Someone once told me: "you are not a fool because you don't know the answer,
> but you are a fool when you have the answer but you don't kn
ধন্যবাদ darklord
কোনগুলো সিকিউরিটি বিষয়ক আপডেট, কিভাবে বুঝবো?
On 7/24/09, dark lord wrote:
> আপনি প্রয়োজন মনে না করলে আপডেট করবেন না তবে সিকিউরিটি বিষয়ক যেসব আপডেট
> বা প্যাচ ছাড়া হয় সেগুলো আপডেট করা ভালো
>
> On 7/24/09, I am aero wrote:
>> ধন্যবাদ। কিন্তু আমি compiz এবং cu
ot save any space by not installing these updates, also
> there might be fat chances to cause havoc to your system by not updating
> some important packages.
>
>
> Mahmood
>
>
>
> 2009/7/24 I am aero
>
>> উইন্ডোজের সার্ভিস প্যাক এর মতো উবুন্টুতে তেমন কিছু নেই।
উইন্ডোজের সার্ভিস প্যাক এর মতো উবুন্টুতে তেমন কিছু নেই। কিছুদিন পরপর
উবুন্টু প্রোগ্রামাররা যে আপডেট অনলাইনে সহজলভ্য করেন, সেগুলো সঙ্গে
সঙ্গে উবুন্টুর ডিফল্ট Update Manager এর মাধ্যমে ব্যবহারকারীর কাছে
ডাউনলোডের প্রস্তাব হিসেবে আসে। এর মধ্যে বেশিরভাগ আপডেটের পরিচিতি বা
বৈশিষ্ট্য আমার মতো সাধারণ ব্যব
But how? I downloaded ubuntuzilla and install. it downloaded something
from web. but I didn't found anything.
On 7/23/09, Juanyeed Ahnaf Nirjhor wrote:
> Hello all,
> I think I should share some info with you.Some days ago I saw in this
> mailing list that a brother is seeking help on how to inst
াবে ইনস্টল করবো? এটা দিয়ে কি করা যাবে?
>>
>> এটা লিনাক্সের জনপ্রিয় একটি এন্টিভাইরাস সিনাপটিক এ clamav লিখে সার্চ
>> দিন পেয়ে যাবেন।
>>
>> On 7/20/09, I am aero wrote:
>>> @ darklord লিনাক্স থেকে করতে পারছি না।
>>> @ russell John ভয় পাইনি। কয়েকবার চেস
Linux From Scratch (http://www.linuxfromscratch.org) থেকে একটা বই
পেলাম। এটা কি কাজের জন্য বুঝলাম না। কেউ জানাবেন কি?
বইটির লিংক
http://www.linuxfromscratch.org/lfs/downloads/6.5-rc1/LFS-BOOK-6.5-rc1-HTML.tar.bz2
--
aero
http://banglablogtips.blogspot.com
--
Ubuntu Bangladesh | http://ubuntu.lin
যাবে?
On 7/20/09, Russell John wrote:
> ভয়ের কোন কারন নেই, নিশ্চিন্তে থাকুন।
>
> ওই ফাইল অবশ্যই ডিলিট হবে, আরেকবার চেষ্টা করে দেখুন।
>
> বেশি ভয় লাগলে clamav ইন্সটল করে রাখতে পারেন।
>
> 2009/7/20 I am aero :
>
>> ধন্যবাদ। কিন্তু আমি ফান করার জন্য প্রশ্নটি জ
ধন্যবাদ। কিন্তু আমি ফান করার জন্য প্রশ্নটি জিজ্ঞাসা করিনি।
গতকালকে একটা পেনড্রাইভের setup.exe নামক ফাইলে ভুলে ডাবল ক্লিক করে
ফেলেছি। এরপর পেনড্রাইভে থাকা autorun ফাইলটি ডিলেট করতে পারছিলাম না।
সেজন্যই প্রশ্নটি করেছিলাম।
On 7/20/09, shiplu wrote:
> ভাইরাসই যদি রান করানোর ইচ্ছা থাকে তাহলে লিনাক্সে
উবুন্টুতে থাকাকালীণ পেন ড্রাইভে থাকা newfolder.exe অথবা যো কোন ভাইরাস
যদি wine দিয়ে রান করাই তাহলে কি ঘটতে পারে?
--
aero
http://banglablogtips.blogspot.com
--
Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
একটি হার্ডডিস্কের দ্বিতীয় পার্টিশনে উবুন্টু৯.০৪ ইনস্টল করার পর প্রথম
পার্টিশনে রেডহ্যাট ৪ ইনস্টল করেছি। গ্রাব লোডার উধাও হয়ে গেছে। এখন শুধু
রেডহ্যাট বুট হচ্ছে।
জানি যে উবুন্টু ইনস্টলার সিডি ঢুকিয়ে টার্মিনাল খুলে sudo grub লিখতে
হয়। কিন্তু ইনস্টলার সিডি ঢোকানোর পর টার্মিনাল আনবো কি করে? কোন কমান্ড
প্রিয় বন্ধুগণ,
উবুন্টু'র নতুন সহায়িকা পেলাম। বেশ দ্রুত পড়ে একটি সমালোচনা লিখেছি।
সবকটি সমস্যা চিহ্নিত করতে পারিনি, কিন্তু যে'কটি দেখেছি, তাই জানাচ্ছি।
ভালো দিক
* বাংলা ভাষায় প্রকাশিত।
* প্রচুর পরিষ্কার ছবি সম্বলিত।
* বিস্তারিত বর্ণনা রয়েছে।
* বানান ভুল কম।
* 'সহায়িকা পড়ার আগে
et some
> error messages that might help you to detarmine the problem
>
>
>
>
> Mahmood
>
>
> 2009/7/6 I am aero
>
>> ধন্যবাদ সবাইকে। আমিও ফায়ারফক্স বেশ কয়েকবৎসর হল ব্যবহার করছি। কিন্তু
>> কোনদিন এধরণের সমস্যায় পড়িনি।
>> ফায়ারফক্সে আমি শুধুমাত্র forca
2009/7/6 Shahriar Tariq
>
>> 2009/7/6 I am aero
>>
>> > উবুন্টুর ফায়ারফক্সে যা কিছুই বুকমার্ক করে রাখিনা কেন। তা থাকে না। পরে
>> > যখন
>> > চালু করি তখন ফায়ারফক্সের বুকমার্ক লিস্টে আমার সেভ করা লিংকগুলো পাওয়া যায়
>> না।
>> > কিন্তু এক্সপিতে এম
উবুন্টুর ফায়ারফক্সে যা কিছুই বুকমার্ক করে রাখিনা কেন। তা থাকে না। পরে
যখন চালু করি তখন ফায়ারফক্সের বুকমার্ক লিস্টে আমার সেভ করা লিংকগুলো
পাওয়া যায় না। কিন্তু এক্সপিতে এমন সমস্যায় কখনও পড়িনি।
ঠিক কি কারণে এমন হচ্ছে কেউ জানাবেন কি?
--
aero
http://banglablogtips.blogspot.com
--
Ubuntu Bangladesh |
উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
ঠিক জানিনা। এটা কিভাবে বুঝতে পারবো?
তবে গত দুইমাস ধরে উবুন্টু ব্যবহার করছি। এতদিন কোনো সমস্যা হয়নি।
উবুন্টুর নতুন আপডেট (karnel 13) ডাউনলোড করার পর থেকেই সমস্যাটা হচ্ছে।
On 7/4/09, shiplu wrote:
> বিল্টইন গ্রাফিক্স কার্ড কি উবুন্তু ডিটেক্ট করতে পেরেছে নাকি জেনেরিক
> কার্
উবুন্টুপ্রেমিক বন্ধুরা,
সবাইকে শুভেচ্ছা। আমি অ্যারো, আজ থেকে উবুন্টুবিডির মেইলিং লিস্টের সদস্য
হলাম। উবুন্টু ব্যবহার করছি কয়েকমাস হলো। বিভিন্নরকম সমস্যাতে গুগল,
বিভিন্ন বাংলা ব্লগ ও সাইটগুলোর সাহায্য নিয়ে সমাধান করতে পেরেছি। কিন্তু
একটি সমস্যার সমাধান কোথাও পেলাম না। তাই এই লিস্টের শরণাপন্ন হতে হচ্
21 matches
Mail list logo