প্রিয় বন্ধুগণ, উবুন্টু'র নতুন সহায়িকা পেলাম। বেশ দ্রুত পড়ে একটি সমালোচনা লিখেছি। সবকটি সমস্যা চিহ্নিত করতে পারিনি, কিন্তু যে'কটি দেখেছি, তাই জানাচ্ছি।
ভালো দিক * বাংলা ভাষায় প্রকাশিত। * প্রচুর পরিষ্কার ছবি সম্বলিত। * বিস্তারিত বর্ণনা রয়েছে। * বানান ভুল কম। * 'সহায়িকা পড়ার আগে প্রস্তুতি' অংশটি উপকারে লেগেছে ও অন্যদেরও লাগবে। * ফন্টের আকার ও ডিজাইন ভদ্রজোনিত। * সূচীপত্রের প্রত্যেকটি লেখার লিংকটি হাইপারলিংক, অর্থাৎ লিংকে ক্লিক করলে মূল লেখাতে পৌছানো যাবে। * নতুনদের বোঝার উপযোগী করে লেখা। খারাপ দিক * প্রায় সব সাইটে সহায়িকাটির প্রকাশক হিসেবে 'বিএলইউ-এ' নামটি এসেছে। কিন্তু এর পূর্ণাঙ্গ রূপ কি, তা লেখা হয়নি। মূল সহায়িকাপ্রথম দিকে বা নাম হিসেবে নেই। শুধু শেষের দিকে xlv পৃষ্ঠায় একবার উল্লেখ করা হয়েছে। (তন্নতন্ন করে খোঁজা হয়নি) * পৃষ্ঠাগুলোর নম্বর রোমান ভাষায় দেয়ার কারণটি বুঝলাম না। ইংরেজি দিয়েই তো দেয়া যেতো। রোমান হরফে প্রয়োজনে পৃষ্ঠা নম্বর ব্যবহার করতে গিয়ে বিরক্ত হচ্ছি। বাংলাতে দেয়া যেতনা কি? * 'শুরুর কিছু কথা' পড়ে উদ্দীপ্ত হলাম, ভালো লাগলো। কিন্তু লেখক কে, বা কোন পদমর্যাদার ব্যক্তি এটা লিখেছেন, তা জানা গেল না। 'মুক্তির পথে' এটা কি কোন 'নিক্' নাকি...?? । * xxiv (সম্ভবত) পৃষ্ঠায় (উবুন্টুর ডকুমেন্ট ভিউয়ার এ পৃষ্ঠা সংখ্যা ২৪ দেখাচ্ছিল।) 'রুট পার্টিশন তৈরি' অংশে বলা হয়েছে 'এখন ৫ জিবি পার্টিশনটি নির্বাচন করে...' কিন্তু ঠিক উপরের প্যারাগ্রাফে বলা হয়েছে ' একটি ৮ জিবি উবুন্টুর মূল সিস্টেম' এর কথা। (আমার চোখে আগের লেখার কোন অংশ এড়িয়ে গেছে নাকি?) * প্রত্যেক পোস্টের শেষে মূল সূচীর লিংক দেয়ার প্রস্তাবটিকে সমর্থন করি। * নিন্দার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। আমি দু:খিত। তাছাড়া আমি সম্পূর্ণটুকু এখনও পড়ে উঠতে পড়িনি। সম্পূর্ণটুকু পড়ার পর ভালো লাগলে কিছু লিখবো না কিন্তু ত্রুটি পেলে লিখবো। (এতে সহায়িকাটিকে আরও নির্ভুল করা যাবে) সমালোচনাটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে (http://banglatech.blogspot.com/2009/07/blog-post_16.html) সেখানে একজন কয়েকটি উত্তরও দিয়েছেন। আমারও প্রতিউত্তর সেখানে রয়েছে। ব্লগপোস্টটিতে রুট পার্টিশন তৈরির প্রসঙ্গটি নিয়ে একটু জটিলতার সৃষ্টি হয়েছে। Anonymous এর উত্তর ছিল:= "৪) ৮জিবি হচ্ছে রিকমেন্ডেড সিস্টেম, ৫ গিগা আমরা ব্যবহার করেছি (তবে একটি জিনিস দেখবেন ছবিতে আরও ছোট স্পেস ব্যবহার করা হয়েছে, ছবি ভার্চুয়াল মেশিনে তোলা হয়েছে বিধায় ছবি ও কথায় অসামঞ্জস্য দেখতে পাচ্ছেন। পরবর্তীতে ঠিক করা হবে)" আমি উত্তর দিয়েছি:= "× ৮ জিবি/ ৫ জিবির সমস্যাটা আমার কাছে এখনও জটিল লাগছে। সহজ করে বুঝিয়ে দেবেন কি? সহায়িকাতে বলা হয়েছে 'এখন ৫ জিবি পার্টিশনটি নির্বাচন করে...' । কোন ৫ জিবি পার্টিশন? আগে কোথাও কোন ৫ জিবি পার্টিশন তৈরি করার কথা বলা হয়নি। ছবিতে বরং রুট পার্টিশন হিসেবে ৩৬০০ মে.বা. দেখানো হয়েছে। সোয়াপ পার্টিশনের ক্ষেত্রেও তাই। বলা হয়েছে ১ জিবির কথা, কিন্তু ছবিতে রয়েছে ৩৯০ মে.বা.।" আমি লিনাক্সে হার্ডডিস্ক পার্টিশনের বিষয়টি এখনও ভাল বুঝিনা। তবে সেটআপের সময় কিভাবে পার্টিশন হবে তা বুঝি। সেই জ্ঞান থেকে লিখেছি। কোন ভুল হল কি? কেউ যদি বুঝিয়ে দিতেন তাহলে ভাল হত। এখন আবার সহায়িকাটি পড়তে গিয়ে আরও কয়েকটি সমস্যা চোখে পড়ল। মেইলটি বড় হয়ে যাচ্ছে বলে জানালাম না। ধন্যবাদ -- aero http://banglablogtips.blogspot.com -- Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd