প্রিয় সুধী,বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত উইকিমিডিয়ার আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা 'বাংলার প্রেমে উইকি ২০২৫' (Wiki Loves Bangla) শুরু হয়েছে। ২০২৪ সালে প্রথমবারের মতো মাসব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিযোগিতা চলবে ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে 'বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের' অংশ হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করছে 'বাংলা উইকিমৈত্রী'। প্রতিবছর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে এমন ভিন্ন-ভিন্ন বিষয়ের উপর এই আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজিত হয়। এবাবের বিষয় 'বাংলার পাখি'। বঙ্গ অঞ্চলের পাখির ছবি জমা দিয়ে বিশ্বের যেকোনো স্থান থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
প্রতিযোগিতা শেষে সেরা ১০০ আলোকচিত্র আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হবে এবং সেরা ১০ আলোকচিত্র আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ৫০ হাজার, ২য় স্থান অর্জনকারীকে ২৫ হাজার এবং ৩য় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও শীর্ষ ১০ জন বিজয়ীদের জন্য থাকবে ক্রেস্ট এবং সনদপত্র।
প্রতিযোগিতা সম্পর্কে আরও জানতে ও অংশগ্রহণ করতে দেখুন: https://w.wiki/DERr
শুভেচ্ছান্তে, রকি আয়োজক দলের পক্ষে
_______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to wikipedia-bn-le...@lists.wikimedia.org