সকলে শুভেচ্ছা নিন।
একটি ছোট্ট ঘোষণা এই যে বাংলা উইকিতে *খসড়া নামস্থান চালু করা হয়েছে* (খসড়া
পাতার শিরোনাম *খসড়া:* শব্দ দিয়ে শুরু হবে)। এর ফলে আশা করা যায় যে অনেক
নিবন্ধ রক্ষা করা সম্ভব হবে। যেমন, ধরুন একটি নিবন্ধ উল্লেখযোগ্য তবে সেটি
এখনো প্রধান নামস্থানে রাখার মতো নয়, এমন ক্ষেত্রে সেটিকে অপসারণ না করে খসড়া
নামস্থানে পাঠিয়ে দেওয়া যাবে, যাতে ব্যবহারকারীরা আরও (সর্বোচ্চ ৬ মাস) সময়
নিয়ে সেটির উন্নতি করতে পারেন। কাজ শেষে তারা পর্যালোচনার জন্য জমা দিবেন।
ধন্যবাদ।
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-le...@lists.wikimedia.org
  • [Wikipedia-BN] ... আফতাবুজ্জামান উল্লাহ

Reply via email to