প্রিয় সুধী,

শুভেচ্ছা জানবেন। আপনারা নিশ্চয় অবগত আছেন ২০১৮ সালে বাংলা উইকিভ্রমণ
<https://bn.wikipedia.org/s/2rnr> আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উইকিভ্রমণ
স্বেচ্ছাসেবক লেখকদের দ্বারা লিখিত ভ্রমণের গন্তব্য ও বিষয়গুলোর জন্য
বিনামূল্যের ওয়েবভিত্তিক ভ্রমণ নির্দেশিকা। উইকিভ্রমণকে "ভ্রমণ নির্দেশনার
উইকিপিডিয়া" বলা হয়ে থাকে।


বাংলা উইকিভ্রমণ যাত্রা শুরু করার প্রায় ৫ বছর পেড়িয়ে গেলেও এটি নিয়ে এখন
পর্যন্ত কোন কর্মশালা বা অফ-উইকি কার্যক্রম হয়নি। ফলে অনেকেরই এটি সম্পর্কে
ভালো ধারণা নেই। উইকিভ্রমণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং কীভাবে সম্পাদনা
করতে হয় তা জানতে আগামী ১৩মে বাংলাদেশ সময় রাত ৮-৯ টা এবং ভারতীয় সময়
৭:৩০-৮:৩০ টায় প্রথমবারের মত উইকিভ্রমণ নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালাটি পরিচালনা করবেন উইকিমিডিয়ান রঙ্গন দত্ত। কর্মশালাটি অনলাইনে জুম
<https://us02web.zoom.us/j/87408117249>প্লাটফর্মে
<https://us02web.zoom.us/j/87408117249> অনুষ্ঠিত হবে। অনলাইনে আয়োজিত এই
কর্মশালাটি সকলের অন্য উন্মুক্ত। বিস্তারিত দেখুন এখানে
<https://bd.wikimedia.org/s/2cs>।


কর্মশালা সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় এখানে জানাতে পারেন।


ধন্যবাদ,

রকি
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-le...@lists.wikimedia.org

Reply via email to