প্রিয় উইকিপিডিয়ানবৃন্দ,
বাংলাদেশ সময় আজ রাত ৮.০০ মিনিট (ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০) চলমান নারীবাদ ও 
লোকগাথা এডিটাথন //(এবং অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা)//-কে উপজীব্য করে 
একটি অনলাইন কর্মশালা ও সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। 

* প্রথম এক ঘন্টার কর্মশালায় অনুবাদের মান অনুধাবন, অনুবাদ সরঞ্জাম বা টুলসগুলোর 
সর্বোচ্চ সুবিধা গ্রহণের উপায় ও ব্যবহার, সহায়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে 
ন্যুনতম সময়ে মানসম্পন্ন নিবন্ধ তৈরি , রুক্ষ ও সাবলীল অনুবাদের পূর্ণাঙ্গ ধারণাসহ 
অন্যান্য প্রাসঙ্গিক কর্ম অন্তর্ভুক্ত থাকবে। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বও 
থাকবে।

* দ্বিতীয় এক ঘন্টায় আমরা উন্মুক্ত আলোচনায় অংশ নিব। এর মধ্যে প্রাধান্য পাবে

* নারীবাদ ও লোকগাথা এডিটাথনের সাম্প্রতিক পরিলক্ষিত কিছু সমস্যা, আন্তঃউইকি 
নীতিমালাজনিত অনৈক্য এবং এগুলোর সম্ভাব্য সমাধান

* //অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতার শব্দগণনার ধারণা ও দ্ব্যর্থতা নিরসন 
//

*এছাড়াও ব্যবহারকারী, পর্যালোচক ও আয়োজকদের মধ্যে উন্মুক্ত আলোচনার সুযোগ থাকবে।



মিটিংয়ে যুক্ত হওয়ার উপায়:

* গুগল মিট অ্যাপস বা meet.google.com ওয়েবসাইটের মাধ্যমে মিটিং কোড yry-wfwy-bfc 
প্রবেশে করিয়ে অথবা সরাসরি  meet.google.com/yry-wfwy-bfc লিংকে ক্লিক করেও যুক্ত 
হতে পারবেন।

* নিচে থাকা কিউআর কোড স্ক্যান করেও যুক্ত হওয়া যাবে।

* মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য অবশ্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to wikipedia-bn-le...@lists.wikimedia.org

Reply via email to