মাদ্রাসায় উইকিপিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো রাজশাহীতে।
আজ রাজশাহীর নওদাপাড়ার একটি মাদ্রাসায় উইকিপিডিয়া বিষয়ক কর্মশালার আয়োজন করে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়। মূলত মাদ্রাসার ছাত্রদের মধ্যে উইকিপিডিয়ার চর্চা বৃদ্ধি এবং তাদের সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালার কিছু ছবি পাওয়া যাবে নিচের বিষয়শ্রেণীতে। যদিও তাদের রক্ষণশীল জীবন যাপনের জন্য বেশি ছবি তুলতে পারিনি। সবচেয়ে আশার খবর হলো তাদের অনেক আগ্রহ দেখলাম। আমরা তাদের কাছে গেছি, তাদেরকে সমাজের মূলধারায় আনার চেষ্টা করছি, এতেই তারা অনেক খুশি। তাদেরকে এভাবে অনুপ্রাণিত করতে পারলে জ্ঞানকোষ তৈরীতে তাদের অসীম ধর্ম-জ্ঞান যুক্ত করা সম্ভব হবে। বিষয়শ্রেণীর লিংকঃ https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_on_Wikipedia_in_Madrasa,_Rajshahi
_______________________________________________ Wikipedia-BN mailing list Wikipedia-BN@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn