সুধী,

আপনার ইতোমধ্যে অবগত আছেন যে, ২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া যাত্রা
শুরু করেছিল। তাই প্রতিবছর ২৭ জানুয়ারি নানাস্থানে উইকিপিডিয়ানগণ একত্রিত হয়ে
বাংলা উইকিপিডিয়ার জন্মদিন বা বাংলা উইকিপিডিয়া দিবস পালন করে থাকেন। এর
ধারাবাহিকতায় আগামী ২৭ জানুয়ারি, সোমবার, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
আমরা ঢাকার উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়ানগণ বাংলা উইকিপিডিয়ার জন্মদিন উদযাপন
করতে যাচ্ছি। বিশেষ এ দিন উপলক্ষে আমরা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি
করব, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, এবং সর্বোপরি আড্ডা দেব।

ঢাকার আড্ডাটি অনুষ্ঠিত হবে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যালয়ে। আরো বিস্তারিত
তথ্য ইভেন্ট পাতায় পাওয়া যাবে: https://bd.wikimedia.org/s/405

ঢাকার উইকিপি/মিডিয়ানদের সকলকে আমন্ত্রণ।

শুভেচ্ছান্তে,
আর কে হান্নান

ব্যবহারকারীঃ Sufe
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org

Reply via email to