শুভেচ্ছা জানবেন। লম্বা সময় বিরতি দিয়ে আবার নতুন করে কমন্সে ছবি আপলোড করছি। আপাতত পুরাতন ছবি, সাথে কিছু কিছু নতুন ছবি। ছবি আপলোড করতে গিয়ে দুটি প্রশ্ন মাথায় আসলো। আশা করি উত্তর পাবো। অবশ্য আমি ঠিক শিওর না এই লিষ্টে এরকম প্রশ্ন করা যায় কিনা।
প্রশ্ন ১ : প্রতিটি ছবি চেক না করে (আমার) আপলোড করা ছবি কোন কোন নিবন্ধে ব্যবহৃত হচ্ছে সেটি জানার কোন উপায় আছে কি ? প্রশ্ন ২ : Nearby Place এর ছবি কি ভাবে আপলোড করবো ? কোঅর্ডিনেটস (ল্যাটিচিউড / লঙ্গিচিউড) থাকলে কি সরাসরি নিয়ে নিবে ? আগাম ধন্যবাদ সবাই'কে। ভাল থাকবেন। রিফাত জামিল ইউসুফজাই (ronju65)
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org