অভিনন্দন নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের
On Fri, Feb 2, 2024, 6:58 PM Tanvir Rahman <wikitan...@gmail.com> wrote: > সুধী, > > আপনাদের সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে > উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। > বার্ষিক সাধারণ সভার এজেন্ডার অংশ হিসেবে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন > অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সদস্যবৃন্দ ভোট প্রদান করেন। উল্লেখ্য, ভোট > গ্রহণ প্রক্রিয়া গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয় যা অনলাইন ভোটিং সিস্টেম > ইলেকশনবাডি ব্যবহার করে পরিচালনা করা হয়। > > ভোটের ফলাফল অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দরা হলেন: > > ১. শাবাব মুস্তাফা (সভাপতি) > ২. মাসুম আল হাসান (সাধারণ সম্পাদক) > ৩. মহীন রীয়াদ (কোষাধ্যক্ষ) > ৪. আলী হায়দার খান > ৫. তানভির রহমান > ৬. অংকন ঘোষ দস্তিদার > ৭. আর কে হান্নান > ৮. দোলন প্রভা > ৯. তানবিন ইসলাম সিয়াম > > উল্লেখ্য, নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, নির্বাহী পরিষদের > নির্বাচিত সদস্যবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে অফিস > বিয়ারার (সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ) নির্বাচন করেন। > > নির্বাচনের ফলাফল ও নির্বাচন বিষয়ক সকল তথ্য পেতে দেখুন: > https://bd.wikimedia.org/s/2i3 > অফিস বিয়ারার নির্বাচনের রেজোলিউশন: https://bd.wikimedia.org/s/2ks > > ভালো থাকুন সবাই। ধন্যবাদ। > > তানভির > _______________________________________________ > Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org > To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org >
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org