সুধী, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, ও বরিশালের পাশাপাশি ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে নেত্রকোণা জেলাতেও এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে দেখুন: https://bd.wikimedia.org/s/2c2#নেত্রকোণা ধন্যবাদ সবাইকে। তানভির -- তানভির রহমান সদস্য, নির্বাহী পরিষদ উইকিমিডিয়া বাংলাদেশ tanvir.rah...@wikimedia.org.bd On Fri, 17 Feb 2023 at 01:47, Tanvir Rahman <tanvir.rah...@wikimedia.org.bd> wrote: > সুধী, > > আপনাদের অবগতির জন্য সানন্দে জানাচ্ছি যে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী কারণে > গত দুই বছর বন্ধ থাকার পর এবার আগামী মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩, > আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলা উইকিপিডিয়ার > প্রচারণা ও প্রসারের জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে। > > বিগত বছরগুলোর মতো এবারও ঢাকায় মূল আয়োজনের পাশাপাশি, ঢাকার বাইরে অবস্থিত > উইকিমিডিয়া বাংলাদেশের স্বেচ্ছাসেবী ও উইকিপিডিয়ানের সক্রিয় অংশগ্রহণে > চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, ও বরিশালে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এর ফলে > বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত উইকিপিডিয়ান ও উইকিপিডিয়া পাঠকগণ তাদের > সুবিধামতো স্থানে এই সমাবেশে যোগ দিতে পারবেন। এছাড়াও আরও কিছু স্থানে এই > সমাবেশ আয়োজনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে যা নিশ্চিত হলে আপনাদেরকে অবহিত > করা হবে। > > বাংলাদেশের কোন স্থানে কখন এই সমাবেশ অনুষ্ঠিত হবে তা জানতে নিচের লিংকটি > পরিদর্শন করুন। > > https://bd.wikimedia.org/s/2c2 > > উপরের লিংকের পাতায় নিয়মিত এই সমাবেশের স্থান ও সময়সূচি হালনাগাদ করা হবে। > > উল্লেখ্য, প্রত্যেকটি সমাবেশ উইকিপিডিয়ার ব্যবহারকারী, সম্পাদক, ও পাঠকসহ > সকলের জন্য উন্মুক্ত। অনুগ্রহ করে এই সমাবেশে অংশগ্রহণ করে বাংলা > উইকিপিডিয়াসহ, সামগ্রিকভাবে উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর প্রচারণার > পাশাপাশি উইকি আন্দোলন সম্পর্কে জানতে ও অন্যদের জানাতে সাহায্য করুন। > > সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। > > শুভকামনাসহ, > > তানভির > > -- > > তানভির রহমান > > সদস্য, নির্বাহী পরিষদ > > উইকিমিডিয়া বাংলাদেশ > > tanvir.rah...@wikimedia.org.bd >
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org