প্রিয় সবাই, শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে গত ১ অক্টোবর, ২০২২ থেকে ৩১ অক্টোবর, ২০২২ পর্যন্ত বাংলা উইকিবইয়ে নতুন বই তৈরির লক্ষ্যে উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২২ <https://w.wiki/5jMb> আয়োজিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা তালিকাভুক্ত পাতাগুলো অনুবাদ করেন। এ প্রতিযোগিতার ফলাফল <https://w.wiki/5ypp> প্রকাশিত হয়েছে। সামগ্ৰিক দিক বিবেচনায় প্রতিযোগীতায় ব্যবহারকারী:Nettime Sujata <https://w.wiki/5ypz> প্রথম স্থান অর্জন করেছেন, ওনাকে সহ অংশগ্রহণকারী সকলকেই অভিবাদন জানাই।
প্রতিযোগীতার পর্যালোকগণ প্রতিযোগীতাটি পরিচালনা করতে বিশেষভাবে অবদান রেখেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদান্তে, -- *শাকিল হোসেন* Facebook <https://www.facebook.com/shakil.MdsHosen>, Telegram <https://t.me/ShakilMdsHosen>
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org