সুধী, আন্দোলন কৌশল ও অনুশাসন টিম <https://meta.wikimedia.org/wiki/Movement_Strategy_and_Governance/Team> সম্প্রদায়ের সদস্যদের আন্দোলন কৌশল ফোরামের প্রস্তাব <https://meta.wikimedia.org/wiki/Movement_Strategy/Forum/Proposal>পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছে।
ফোরামটি ডিসকোর্স (Discourse) বহুভাষিক প্ল্যাটফর্মে শুরু করা হয়েছে। উদ্দেশ্য হল আন্দোলনের কৌশল সুপারিশের <https://meta.wikimedia.org/wiki/Strategy/Wikimedia_movement/2018-20/Recommendations> বাস্তবায়নে সম্প্রদায়ের সহযোগিতা উন্নত করা। ফোরামটি আন্দোলনের কৌশল সম্পর্কে বিশ্বব্যাপী কথোপকথনকে বৈচিত্র্যময় করতে সাহায্য করতে পারে। ফোরাম - http://forum.movement-strategy.org/ - সদস্যরা তাদের উইকিমিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে পারবে। সম্প্রদায়ের পর্যালোচনা সম্প্রদায়ের পর্যালোচনার সময়কাল ২৪ জুলাই ২০২২ পর্যন্ত। যদি বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া ইতিবাচক হয়, তাহলে ফোরামটি আনুষ্ঠানিকভাবে উইকিম্যানিয়া ২০২২-এর আগে শুরু করা হবে৷ যদি প্রতিক্রিয়া ইতিবাচক না হয়ে, তাহলে প্রস্তাবে প্রতিক্রিয়া অনুযায়ী পরিবর্তন করা হবে অথবা ফোরামটি বন্ধ করা হবে। ধন্যবাদ। Chitraparna Sinha (she/her) (Meta <https://meta.wikimedia.org/wiki/User:CSinha_(WMF)>) Facilitator, Movement Strategy and Governance <https://meta.wikimedia.org/wiki/Movement_Strategy_and_Governance>, SAARC, Wikimedia Foundation <https://wikimediafoundation.org/>
_______________________________________________ Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org