সুধী,

শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে গত বছরের ডিসেম্বর মাসে বাংলা উইকিপিডিয়া এক
লক্ষ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে। এরপরে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে
বাংলা উইকিপিডিয়ার ১৭ বছরের যাত্রার বিভিন্ন দিক নিয়ে একটি গবেষণা পরিচালিত
হয়, যা উইকি ওয়ার্কশপ ২০২১-এ গৃহীত এবং উপস্থাপিত হয়।

*আগামী ১২ই নভেম্বর ২০২১ তারিখ, শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৮টা-৯টা* এ
গবেষণার বিভিন্ন দিক নিয়ে একটি আলোচনাসভা আয়োজিত হতে যাচ্ছে, যেখানে গবেষণার
ফলাফল এবং এর ভিত্তিতে সম্ভাব্য আগামী কার্যক্রমের রূপরেখা নিয়ে বিবিধ আলোচনা
হবে।
আপনার অঞ্চলে সভা শুরুর সময় দেখুন এখানে:
https://zonestamp.toolforge.org/1636725617।

আলোচনাসভা অনুষ্ঠিত হবে অনলাইন প্ল্যাটফর্ম জুমে। যুক্ত হওয়ার তথ্যাবলী:

   - *লিঙ্ক:* https://us02web.zoom.us/j/82385664243
   - *মিটিং আইডি:* 823 8566 4243

উক্ত গবেষণাপত্রটি পাওয়া যাবে এই লিঙ্কে:
https://doi.org/10.1145/3442442.3452340। এছাড়া মেটার পাতায় <
https://w.wiki/32DH> সম্পূর্ণ গবেষণাপত্র পড়া যাবে।

এ আলোচনাসভায় আপনাদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে কাম্য।


ধন্যবাদান্তে,

অংকন ঘোষ দস্তিদার
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-le...@lists.wikimedia.org

Reply via email to