সুধী,

আশা করি কুশলে আছেন। আপনারা জানেন গত ২০২০ সালের বার্ষিক সাধারণ সভা কোভিড-১৯
অতিমারির জন্য বিলম্বিত হয়ে যায় যা বিলম্বিত সাধারণ সভা হিসেবে ৮ই এপ্রিল ২০২১
সালে অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২০-২০২১ সালের জন্য নির্বাহী পরিষদের
জন্য ৯ জন্য সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

পরিষদের নয় সদস্য হচ্ছেন-

১। মুনির হাসান
২। আলী হায়দার খান
৩। তানভির রহমান
৪। তানভীর মোর্শেদ
৫। মাসুম আল-হাসান
৬। এ কে আল মহিউদ্দিন
৭। সুব্রত রায়
৮। অংকন ঘোষ দস্তিদার
৯। শাবাব মুস্তাফা

টীকা: এর মধ্যে অতিসম্প্রতি মুনির হাসান তার ব্যস্ততার কারণে দায়িত্ব পালনে
তার অপাগরতা জানিয়ে স্বেচ্ছা অব্যাহতি নেন। বর্তমানে তার পদটি খালি রয়েছে।

আমাদের সাংগঠনিক কাঠামোতে সাধারণ সভায় নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যগণ
নিজেরা নির্বাচন করে থাকেন যে দপ্তর নির্বাহী (Office Bearer) পদগুলোতে কে কে
দায়িত্ব পালন করবেন। সেই নির্বাচন শেষে ২০২০-২০২১ সালের মেয়াদে নতুন দপ্তর
নির্বাহী হিসেবে নির্বাচিত হয়েছেন:

১। সভাপতি - তানভির রহমান
২। সম্পাদক (ভারপ্রাপ্ত) - অংকন ঘোষ দস্তিদার
৩। কোষাধ্যক্ষ - মাসুম আল-হাসান

নতুন দপ্তর নির্বাহী গণের জন্য অনেক শুভকামনা।

---
Shabab Mustafa
T. @tarunno
S. shabab.mustafa
W. https://shabab.me
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to