প্রিয় জামাল ভাই "লাইসেন্স কী এর অবস্থান অনিরাপদ, যেহেতু এতে প্রতীকি সংযুক্তিসুত্র রয়েছে। %s টি %s কে নির্দেশ করছে।" এভাবে অনুবাদ করে দিলাম এইমাত্র। সাথে আরো কিছু টুকটাক অনুবাদের সংশোধনী প্রয়োজন মনে হওয়ায় রি-টাচ করে দিয়েছি। [?]
প্রিয় সবাই শারীরিক অসুস্থতার কারনে অনুবাদের কাজে সময়ই দিতে পারছি না। তবে চেষ্টা করবো দ্রুতই নিজেকে নিযুক্ত করতে। গতপরশু আর গতকাল মাভাবিপ্রবিতে ক্লাশ নিয়ে আসলাম। ওই সময় অনুবাদের কাজে সহযোগীতার জন্য বাচ্চাদেরকে নির্দেশনা আর সহযোগীতা করেছি। ইনশাল্লাহ আগামী মাসের শুরুতে মাভাবিপ্রবি সহ কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে "পেঙ্গুইন মেলা - ২০১২"র আয়োজনের সাথে সাথে উবুন্টু ১২.০৪ এর এই অনুবাদ প্রকল্পটিকে যথাদ্রুত সম্পন্ন করা যায় এ লক্ষ্যে প্রচারনা চালাবো। আশা করি আপনাদের সবার সহযোগীতা পাবো। -- রিং +8801671411437 মহাসচিব ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
<<328.png>>
_______________________________________________ Mailing list: https://launchpad.net/~ubuntu-l10n-bn Post to : ubuntu-l10n-bn@lists.launchpad.net Unsubscribe : https://launchpad.net/~ubuntu-l10n-bn More help : https://help.launchpad.net/ListHelp