স্নেহের মাটিন ১৫ মে, ২০১৬ ১১:৪৫ pm এ তে, Maksudur Rahman Maateen <ugcode...@gmail.com> লিখেছে:
> শ্রদ্ধেয় সাজেদুর ভাই, > আমায় শুধুমাত্র "রিং" নামে ডাকলেই চলে। ওটা আমার ডাক নাম। বয়ঃজেষ্ঠ্য হিসেবে রিং ভাই বললেই আমি খুশি। :) ইনশাআল্লাহ। আর আইবাস অভ্র নিয়ে সারিম ভাই আবারও কাজ শুরু করেছেন। ইতিমধ্যে > ৮০% কোডও লিখে ফেলেছেন। এবার তিনি গোল্যাং এ কাজ করছেন যা পূর্বের তুলনায় > কয়েকগুণ ফাস্ট ও হার্ডওয়ার ফ্রেন্ডলি হবে। আর এতে ডিপেন্ডেন্সি ঝামেলা থাকবে > না। পুরটাই হবে স্টাটিক বাইনারি যা লিনাক্সের সকল ডিস্ট্রোতে সমানভাবে কাজ > করবে। > হুমম। অগ্রীম শুভেচ্ছা রইলো সারিমের প্রতি। > দেখা হবে আশা করি। আসসালামু আলাইকুম। > ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। -- রিং +8801511411437 মহাসচিব এফওএসএস বাংলাদেশ -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd