আদনান ভাই, বাংলাদেশে লিনাক্স চর্চা ও উবুন্টু বিষয়ে আপনার লেখাগুলো এতদিন আপনার পরিচয় বহন করত। কিন্তু এখন আপনি নিজেকেই যেন ছাড়িয়ে গেলেন। আপনার কাজে অন্যরা উদ্বুদ্ধ হোক...আপনাকে অনেক অভিনন্দন!
প্রীতিময় *Dr. Pritimoy Das * (MBBS, MPH) *Research Investigator* Surveillance and Outbreak Investigation RG Centre for Communicable Diseases icddr,b GPO Box 128, Dhaka 1000, Bangladesh Phone: +88029827001-10, Extension: 2549 Mobile: 01835903771 Email: priti...@icddrb.org, pritimoy...@gmail.com Skype: pritimoydas www.icddrb.org 2014-05-21 16:23 GMT+06:00 M. Adnan Quaium <adnan.qua...@ubuntu-bd.org>: > দুর্মুখেরা বলত উবুন্টু দিয়ে নাকি প্রফেশনাল প্রিন্টিং কাজ করা যায় না। ওদের > মুখে ছাই ছিটিয়ে দিয়ে উবুন্টু, লিব্রাঅফিস, ইঙ্কস্কেপ ও গিম্প দিয়ে পুরো একটা > বই ছাপিয়ে ফেললাম। শুধু তাইনা, বইটির ভেতরের সকল উদাহরণ ও ব্যবহারিকে > ওপেনসোর্স ও ফ্রি সফটওয়্যারকেই গুরুত্ব দেয়া হয়েছে। তাই কেউ যদি বলে যে > উবুন্টু দিয়ে বই ছাপানোর কাজ হয়না, তাদেরকে শুধু এই বইটি ধরিয়ে দিলেই হবে। :) > > http://adnan.quaium.com/blog/3029 > > -- > M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd