ধন্যবাদ। কালকে দুটো পেনড্রাইভ ইউএসবিতে দিয়ে করতে সফল হয়েছি। একটা পেনড্রাইভে লাইভ সিডি/বুটেবল করে নিয়ে তা দিয়ে চালিয়ে আরেকটা পেনড্রাইভে ইনস্টল করেছি। জাস্ট লাইক এনাদার হার্ড ড্রাইভ। ইট ওয়ার্কড। থ্যাংকস।
১২ মার্চ, ২০১৪ ৮:১৭ pm এ তে, Sazzad Hossain <sazzad...@gmail.com> লিখেছে: > আপনি যেটা করতে চাচ্ছেন তা করতে হলে উবুন্টু থেকেই একে লাইভ বুটেবল করে নিতে > হবে। অর্থাৎ কারও পিসিতে ইনস্টল করা উবুন্টু থেকে আপনি এ কাজটা করলে আপনি যা > করতে চাচ্ছেন তা পারবেন। অন্যথায় সম্ভব নয়। > > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd