নাহ ibus-gtk ইন্সটল করেও কাজ হচ্ছেনা! এবার ফ্রেশ ইন্সটল করিনি, কেবল আপগ্রেড
করেছি, এতেই এস সমস্যা হচ্ছে কীনা কে জানে!



উবুন্টু ১৩.১০ – এ আমারতো কাজ করছে। আপনার দেখলাম ১৩.০৪ – এ কোন সমস‍্যা ছিল
> না। আমি অবশ‍্য লেআউট হিসেবে ইউনিজয় ব‍্যবহার করছি। ibus-m17n ইনস্টল করতে
> হয়েছে ইউনিজয় লেআউটের জন‍্য। আচ্ছা, ibus-gtk প‍্যাকেজটা কী ইনস্টল করা আছে
> আপনার মেশিনে? না থাকলে ওটা ইনস্টল করে একবার চেষ্টা করে দেখতে পারেন।
>
> --
> Regards,
> Ayon Khan
>
> Sent from Mozilla Thunderbird
>
>
>
>  <https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
>



-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to