দুবছর হয়ে গেছে লাস্ট লিনাক্স জরিপের। আরেকটা করা দরকার। এটা নিয়ে ছোটখাট একটা আলোচনা হলে মন্দ হয় না।
গতবারের প্রশ্নগুলি ছিল ১। কিভাবে ব্যবহার করেন? * লিনাক্স কি ডুয়েল বুটে ইউজ করেন নাকি সরাসরি। ডুয়েল বুটে করলে কিভাবে? ২। কোন ধরণের ডিস্ট্রো ব্যবহার করেন? * কোন লিনাক্স বা লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম ব্যবহার করেন? ৩। কতক্ষন ব্যবহার করেন? * যদি একাধিক কম্পিউটারে ব্যবহার করেন তাহলে আপনি সারাদিন যতক্ষন কম্পিউটার ব্যবহার করেন তার মাঝে কতক্ষন লিনাক্স ব্যবহার করেন সেই হিসাব মত উত্তর দিন। ৪। কোন ধরণের মেশিন ব্যবহার করেন? * ৫। ইন্টারনেটের প্রকৃতি আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে যে যে ধরণের কানেকশন ব্যবহার করছেন তাতে টিক দিন ৬।নাম * ৭। বয়স সীমা * আপনার বয়স কোন সীমার মধ্যে। ৮। ফোন নম্বর নিজের ফোন না থাকলে অন্য কারও ফোন নম্বর দিন। কিন্তু একই ফোন নম্বর একাধিকবার ব্যবহার করা যাবে না। ফোন নম্বরটি জনসমক্ষে প্রকাশ করা হবে না। ৯। ইমেইল এড্রেস আমরা এই ইমেইল এড্রেস কারও সাথে শেয়ার করব না। এবং কোন বাণিজ্যিক উদ্দেশ্যে এটা ব্যবহার করা হবে না ১০। আপনার জেলা * যদি একাধিক জেলায় যাতায়াত থাকে তাহলে যে জেলায় আপনি বেশি সময় থাকেন তার নাম দিন। ১১। আপনার ঠিকানা আপনার বর্তমান ঠিকানা (থানা/এলাকার নাম) দিন। এর সাথে আপনার ওয়েবসাইটের ঠিকানাও দিতে পারেন। বাংলাদেশে যারা আছেন তাদের দেশের নাম ও জেলার নাম না দিলেও হবে। ১২। মন্তব্য আপনার কোন মতামত বা কোন কিছু বলার থাকলে এখানে লিখুন। কোন বিশেষ সমস্যা থাকলে বলতে পারেন। চাইলে মজার কোন অভিজ্ঞতাও শেয়ার নতুন কোন প্রশ্ন সংযুক্তি, পুরাতন প্রশ্ন বিয়োজনের ব্যাপারে আলোচনা করতে পারেন। -- Shiplu.Mokadd.im ImgSign.com | A dynamic signature machine Innovation distinguishes between follower and leader -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd