জনাব হোসেন, মনে হচ্ছে আপনার ড্রাইভে উইন্ডোজ NTFS পার্টিশন আছে। আপনি উইন্ডোজে ঢুকে কমান্ড প্রম্পট খুলুন। তারপর সেখানে লিখুন
chkdsk /f তারপর পিসি রিবুট করে NTFS ড্রাইভ গুলো অটো চেক হবে। চেক হয়ে পুনরায় উইন্ডোজে ঢোকার পর রিস্টার্ট করে লিনাক্সে প্রবেশ করুন। 2013/3/25 Md. Ibrahim Husain <mera...@gmail.com> > আমার হার্ড ডিস্ক দুইটা ড্রাইভে বিভক্ত। আমি একটা থেকে অন্যটায় ডাটা কপি > করছিলাম, এমন সময় কারেন্ট চলে গেলো। > > তারপর থেকে একটা ড্রাইভ মাউন্ট হলেও আরেকটা (যেটায় কপি কছিলাম) মাউন্ট হচ্ছে > না। > http://img23.imageshack.us/img23/7380/errores.png > > উপরের এরর দেখাচ্ছে। plz help. > > -- > Md. Ibrahim Husain Meraj > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- *Muhammad Minhazul Haque* *CSE 10, RUET, Rajshahi* minhazulhaque.com -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd