বাংলা কমিউনিটিতে স্ট্যাক এক্সচেন্জ টাইপের সবচেয়ে বড় একটা সমস্যা হল এখানে পরিচিত কেউ পোস্ট করে আমরা "পছন্দে"র কারণে একটা আপভোট দিয়ে দিব। এভাবে এরপর হুজুগে পড়ে যথেষ্ট পরিমাণ আপভোটিং হবে। এটাকে বলে হার্ড বিভেবিয়ার<http://en.wikipedia.org/wiki/Herd_behavior>। অনেকদিন ধরেই আমি নিজে থেকেই চাচ্ছি এরকম একটা সাইট দাড় করাতে। কিন্তু এটা একটা বড় সমস্যা।
আর আরেকটা বড় সমস্যা হচ্ছে মডারেটরের প্রতিটা একশনই আমরা প্রশ্নবিদ্ধ করি। নিয়মঅনুষারে একটা কিছু করা হলেও প্রশ্ন করা হয় এটা কেন করা হল। নিয়ম কেন শুধু আমার বেলাই খাটে। ইত্যাদি। এটা একটা বড় ধরণের সমস্যা। আর তারপর নিয়ম নিয়ে প্রশ্ন তোলা হয়। বিবেচনা, যুক্তির কোন ধার ধরা হয় না। মডারেশনের মানুষটি পরিচিত হলে তো আরও সমস্যা। এই জন্য পরিচিত কারো পোস্ট মডারেশন করতে গেলে মডারেটরদের ভাবতে হয় এখন মনে হয় পারসনাল রিলেশনটাও নষ্ট হল। একজন ইউজার পোস্ট করেছে এটা না ভেবে এখানে ভাবতে হয়, একজন বয়ষ্ক ইউজার পোস্ট করেছে, বা একজন সম্মানী লোক পোস্ট করেছে। এত কিছু ভাবতে গেলে তো সবার জন্য আলাদা আলাদা নিয়ম তৈরী করতে হয়। সে জন্যে মডারেশন সত্যিই অনেক কঠিন। মডারেশনকে আমরা ভাবি ক্ষমতা। এজন্য আমাদের ইলেকশনের দরকার হয়। আমরা চাই ক্ষমতায় সবাই বেশিদিন না থাকাই ভাল। কিন্তু এটাকে যদি ডিউটি মনে করা উচিৎ। সেক্ষেত্রে অবশ্য অভিজ্ঞতার ব্যাপারটা চলে আসে। তাই কিছুদিন পরপর মডারেটর পরিবর্তন করাটা একটা বোকামিই মনে হয়। কারণ যে যত বেশি মডারেশন করছে, ততই তার অভিজ্ঞতা বাড়ছে। এতে করে ভবিষ্যতে নিখুঁত মডারেশনের সম্ভাবনা বাড়ে। যেই কোম্পানি ১ বছর পরপর তার সকল এমপ্লয়িকে পরিবর্তন করে তার কোনদিন উন্নতি হয় না। কারণ সে অভিজ্ঞতার গুরুত্ব দিচ্ছে না। এখানে একটা জিনিষ না বললেই নয়। অভিজ্ঞতা কখনই বয়স দিয়ে বিচার করলে হয় না। আমার চেয়ে অল্প বয়সের অনেক ছেলে পেলে এই গ্রুপে আমার চাইতে অনেক বেশি উবুন্তু নিয়ে গুতোগুতি করে। তারা উবুন্তুর ব্যাপারে অবশ্যই আমার চেয়ে অভিজ্ঞ। এরা অল্পতেই অনেক সমস্যার কারণ আঁচ করে ফেলতে পারে। অভিজ্ঞতাটা এভাবেই কাজ করে। এমন অবস্থায় কেউ যদি আমাকে বেশি অভিজ্ঞ বলে অন্ততঃ আমার কাছে এই ব্যাপারটা অবিবেচকের মতই মনে হবে। আমি লিনাক্স ইউজ করছি অনেকদিন। লিনাক্সে অভিজ্ঞতা আছে। কিন্তু উবুন্টু, ইউনিটি ইত্যাদি কিছুতে আমার তেমন আইডিয়া নেই। দুটো একই প্লাটফরম হলেও আালদা। লিফো চালু হোক বা না হোক তাতে আমার কিছু বলার নেই। কমিউনিটি সাহায্য পেলেই আমি খুশি। লিফোর এখন যে আবেদন দেখতে তা আমার কাছে মনে হয় সোনালী অতীতের মত। যে অতীতের কথা কল্পনা করে নস্টালজিক হতে বেশ ভাল লাগে। মনে হয় আহ! সেই দিনগুলো কত ভালই না ছিল। কিন্তু এটাকে বর্তমানে নিয়ে আসা সম্ভব না বা আনলেও এখন আর এটা ভাল লাগবে না। এটা হল আপনার পুরনো সেই টিশার্টটার মত যেটা আপনি ছোটবেলায় খুব সখ করে পড়তেন। কিন্তু এখন আপনার বয়স হয়েছে, শরীর বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে তাই ওটা পড়া সম্ভব নয়। কিন্তু এটা দেখলেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। -- Shiplu.Mokadd.im ImgSign.com | A dynamic signature machine Innovation distinguishes between follower and leader -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd