লিফো ফিরিয়ে আনার পক্ষে । লিনাক্স দেশকে একত্রিত করা কি ঠিক হবে? যদি একত্রিত করা হয় তাহলে সম্মিলিত ফোরামের নাম কি হবে? নাম পরিবর্তন করা হলে কি গ্রহনযোগ্যতার কোন পরিবর্তন আসবে? সেখানে মডারেটর কারা হবে?
আমার মনে হয় একীভূত করার ভাল মন্দ দুটি দিকই আছে । একদিকে যেমন ঐক্য বাড়বে, অন্যদিকে নতুন বিভেদও সৃষ্টি হতে পারে । আমার ভোট থাকবে দুটি ফোরামকে আলাদা রাখার প্রতি । 2012/5/18 sagir khan <sagi...@gmail.com> > লিফো ফিরিয়ে আনার প্রতি আমারও সমর্থন আছে। > তবে আরেকটি প্রস্তাব এসেছিল। লিফো আর লিনাক্স দেশকে একত্র করে নতুন কোন > প্লাটপর্ম দাড় করানো। এতে করে কমিউনিটিতে ঐক্য ফিরে আসবে। > আমি এর প্রতি বেশী সমর্থন দিচ্ছি। > -- > ধন্যবাদ > সগীর হোসাইন খান > _______________________________________________________________ > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽ > _______________________________________________________________ > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd