যেহেতু eth3 ডিভাইস তৈরী হয়েছে সেহেতু আপনার ল্যান কার্ড ঠিক মতই ডিটেক্ট
হয়েছে। হয়ত কনফিগারেশন লোড হয় নি।
এটা আমারও হচ্ছে। ইদানিং পিসি বুট হতে ৩-৫ মিনিট সময় লাগে। নেটওয়ার্ক আইপি পায়
না। এইখানে বর্ণিত[1] সমস্যা আমারও।
আমি এটা সলভ করেছি থার্ড পার্টির নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে। Wicd Network
manager ইন্সটল করার পর আগের সমস্যা ঠিকই আছে মানে বুটের সময় নেটওয়ার্ক পায়
না, কিন্তু লগিন করার সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে যায়।


[1]
http://askubuntu.com/questions/63456/waiting-for-network-configuration-adding-3-to-5-minutes-to-boot-time
-- 
Shiplu.Mokadd.im
ImgSign.com | A dynamic signature machine
Innovation distinguishes between follower and leader
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to