হ্যালো সবাই,

OMGUbuntu.co.uk উবুন্টু বেজড বিশের সবচেয়ে জনপ্রিয় সাইট, এইটা কি বাংলায় করা যায? মানে রিভিউ, হ্যাক , টিপস কালেকশন সাথে সুন্দর একটা ডিজাইন এমন কিছু। সাইট তৈরী এবং মেন্টেন করা বিষয় না, আমি আছি, মাসনুন ভাই আছে। অন্য অনেকেই কাজটা পারবে। প্রধান কথা হল রাইটার পাওয়া। এমন না যে, সেইটাকে ফ্রী ই হতে হবে। আর্স টেকনিকার মত পেইড কিছু সুবিধা দেওয়া যায়, আবার বিজ্ঞাপন থেকেও টাকা পাওয়া যাবে, লেখককে টাকা দেয়া যেতে পারে। (কারণ, ফ্রী হলে কেউ ইনিশিয়েটিভ পাবে না) । প্রথমে না হয় আমরা সবাই চাঁদা তুলে কিছু জমা করে রাখলাম প্রতি পোস্টের ভিত্তিতে পোস্টার পাবে।

যাই হোক, মতামত জানাবেন।

--
N
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to