এই থ্রেডে আগেই এনসার করতে চেয়েছিলাম। পরে ভুলে যাই। পার্টশনের জন্য আমি একটা টিপস দেই। আপনার হার্ডডিস্কের ৪ টা প্রাইমারি পার্টিশন করাই বুদ্ধিমানের কাজ। ১। উইন্ডোজ ২। লিনাক্সের রুট ৩। সোয়াপ পার্টিশন ৪। বাকি সব এক পার্টিশনে।
উইন্ডোজ না থাকলে ৩ টা পার্টিশন করবেন। এতে লাভ হল আপনার বার বার এক পার্টিশনের যায়গা কমে যাওয়ার সমস্য়ায় পড়তে হবে না। -- Shiplu.Mokadd.im ImgSign.com | A dynamic signature machine Innovation distinguishes between follower and leader -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd