আশিকের মেইলের পরে এই থ্রেডে আসলে জবাব দিয়ে আবার কাঁদা ছুড়োছুড়ি শুরুর মতো
হবে। আগে এই থ্রেড দেখলেও এমন আপত্তিজনক কিছু হয়নি যে কোমড় বেঁধে আমাকে
অংশগ্রহন করতে হবে আর অতীত অভিজ্ঞতা থেকে ঝগড়া ফ্যাসাদ থেকে আমি দূরেই থাকতে
পছন্দ করি। কিন্তু রিং ভাইয়ের পরবর্তী মেইলগুলো এই কিছুক্ষণ আগে দেখলাম আর দেখে
কিছু না বলে থাকতে পারছি না


সবার আগে যে কথা

রিং ভাই আপনার একটি প্রিয় বক্তব্য হলো সবাইকে বল আপনি কি জানেন এটা কেনো হয়
তাহলে পড়ালেখা করে আসুন অমুকখান থেকে। আমি মানি ওনার পড়াশোনা বেশি উনি অনেক
জ্ঞান রাখেন কিন্তু সব বিষয়ে সবকিছু জেনে রাখা কি সম্ভব?
এই থ্রেডেও উনি এমন একটা বক্তব্য রেখেছেন উবুন্টু বিডির অফিসিয়াল স্ট্যাটাস
হারানো বিষয় নিয়ে। আমি ওনার কাছে জানতে ইচ্ছুক উনি কোথায় উবুন্টু বিডি-র
স্ট্যাটাস হারানোর কারণ হিসেবে "স্বেচ্ছাচারীতাই এই লোকো কে বসিয়ে দিতে বাধ্য
করেছে উবুন্টুলোকো কাউন্সিলকে" এই বক্তব্য দেয়ার মতো তথ্য কোথায় পেয়েছেন?

ভেবেছিলাম রিং ভাইয়ের জবাব পাবার পরেই হয়তো উবুন্টু বিডির স্ট্যাটাস হারানোর
কারণ উল্ল্যেখ করবো, কিন্তু আবার কখন মেইলের জবাব দিতে বসবো জানিনা বলেই
বিষয়গুলো লিখে রাখছি।
কয়েকটি পরপর ঘটে যাওয়া ঘটনা উবুন্টু বাংলাদেশের স্ট্যাটাস হারানোর জন্য দায়ী
(দুঃখিত রেফারেন্স লিঙ্ক দিতে পারছি না, কিন্তু গত বছরের এই সময় নাগাদ উবুন্টু
কাউন্সিলের নিউজগুলো ঘাটাঘাটি করলে পেয়ে যাবার কথা),

১) কিছুদিন আগে উবুন্টু লোকো কাউন্সিলের পলিসি পরিবর্তন হয়, আগে উবুন্টু লোকো
টিম অফিসিয়াল স্পন্সর পাওয়ার পর তা অপরিবর্তিত থাকতো। যদি কখনও কোন
বিরোধ/আপত্তি থাকতো, মৃত টিমের অভিযোগ থাকতো তাহলে লোকো কাউন্সিল রিভিউ করে
নতুন লিডারের অধীনে লোকো টিম ট্রানসফার করতো (অঘোষিতভাবে এ্যাপ্রুভাল সরিয়ে
নিতো না)। কিন্তু পলিসি পরিবর্তন করে এটা করে যে দুই বছর পর পর সব লোকো
কাউন্সিলকে দুই বছর পার হবার পর নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে আবেদন করতে হবে
অফিসিয়াল স্ট্যাটাস বজায় রাখার জন্য।

২) এই পলিসি পরিবর্তন করার কিছুদিন পর উবুন্টু নতুন প্রজেক্ট শুরু করে উবুন্টু
লোকো টিমের ওয়েব পোর্টাল, যেখানে কিছু বাগ থাকার কারণে সবটিমকেই প্রথমে
আনএ্যাপ্রুভাল দেয়া হয়েছিলো এবং ম্যানুয়ালি সব টিম লিডারকে আবেদন করতে হচ্ছিলো
স্ট্যাটাস আপডেটের জন্য

৩) এই ঘটনাবলী চলার সময় আমাদের তৎকালিন লোকো লিডার ব্যক্তিগত দুর্যোগময় সময়
দিয়ে কাটাচ্ছিলেন এবং এই আবেদনগুলো সময় মতো করা সম্ভব হয়নি (আমি নিজেও এটা
ফলোআপ করতে পারিনি তখন)।‌

৪) আরও দুর্ভাগ্যজনকভাবে লোকো এ্যাপ্রুভালের নতুন পলিসি ইমপ্লিমেন্টের পর পরই
আমাদের উইকি, ওয়েবসাইট, ফোরাম সব একযোগে বন্ধ হয়ে যায় (যেগুলো রিএ্যাপ্রুভালের
জন্য অত্যন্ত জরুরী)।

এই সব কারণেই আমাদের লোকো আনঅফিসিয়াল স্ট্যাটাসে আছে "মৃত" বা "স্বেচ্ছাচারী"
এমন অভিযোগ করাটা কি ঠিক? আমার বক্তব্যের বিপক্ষে কিছু বলার থাকলে অবশ্যই
জানাবেন।

দ্বিতীয় কথা

উবুন্টু বাংলাদেশসহ যে কোন স্ট্রাকচার্ড লোকো টিম কিভাবে পরিচালিত হয় এটা
সম্পর্কে কিছু পরিস্কার ধারণা থাকা উচিত

১) টিম লিডার
২) এ্যাডমিনিস্ট্রেটিভ বডি এন্ড এ্যাডভাইজার
৩) এ্যাক্টিভ ভলান্টিয়ার
৪) প্রোমোটার/ডোনার/এ্যাক্টিভিস্ট/মেম্বার

এখানে প্রথম টিম লিডার সামগ্রিক লোকো টিমের প্রতিনিধিত্ব করেন এবং উবুন্টু
কমিউনিটি টিমের সাথে লিয়্যাসো পার্সন হিসেবে কাজ করে। আমাদের টিমে টিম লিডার
আগে ছিলেন রাসেল ভাই, বর্তমানে আমি ও শাবাব ভাই যৌথভাবে,

এ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে টিম লিডার ছাড়াও কয়েকজন ব্যক্তি থাকেন যারা টিম
কিভাবে সামনে আগাবে তার ছক প্রণয়ন করেন। আমাদের আছে আদনান ভাই, শামীম ভাই,
স্বপ্নচারী ভাই (আরও কয়েকজন ছিলেন এখন ঠিক নাম মনে আসছে না আমার ধৃষ্টতা ক্ষমা
করবেন)।

এ্যাক্টিভ ভলান্টিয়ার যারা সরাসরি বিভিন্ন প্রজেক্টে অবদান রাখেন। বিভিন্ন সময়ে
আমরা বিভিন্ন মানুষকে পেয়েছি, রাজু, তারেক ভাই, লেনিন ভাই, ফেরদৌস ভাই, এঞ্জেল,
রিং ভাই আপনি নিজে (আরও অনেকে) বর্তমানে আশিককে নতুন করে পেয়েছি আমরা, আর কারও
নাম এই মূহুর্তে মনে পড়ছে না।

৪র্থ ধাপে রয়েছে উবুন্টু বাংলাদেশের শুভাকাঙ্খি সকলে।


এখন কোন প্রজেক্ট "অফিসিয়ালি" উবুন্টু লোকো টিমের ব্যানারে করতে গেলে
এ্যাডমিনিস্ট্রেটিভ বডি আগে আলোচনা করে, টিম লিডারকে দিয়ে ঘোষনা দেয় এবং এক্টিভ
ভলান্টিয়ারদের প্রজেক্ট নির্বাহের দায়িত্ব ছেড়ে দেয়। এরপর এ্যাক্টিভ
ভলান্টিয়ারদের সাথে যোগ দেয় বিভিন্ন শুভানুধ্যায়ী আরও অনেকে যারা প্রচার
প্রসারে সহায়তা করেন কখনও কখনও নিজেরাও এ্যাক্টিভ ভলান্টিয়ার হিসেবে যোগ দেন
প্রজেক্টে।

এখন আমাকে জানাবেন কি যেসব অনুষ্ঠানের ব্যানারে উবুন্টু বা উবুন্টু বাংলাদেশ
টিমের লোগো লাগানো নিয়ে আপত্তি জানানো হয়েছে সেগুলোতে এই প্রক্রিয়ার কিছু
অনুসরণ করা হয়েছিলো কিনা? আমাদের এ্যাডমিনিস্ট্রেটিভ সেলে আলোচনায় আসেনি এবং
আমরা প্রত্যক্ষভাবে যেসব আয়োজনে অংশগ্রহণ করতে পারবো না সেগুলোতে আমরা সরাসরি
জড়িত বলে প্রচার করবো কেনো? অথবা সেগুলো কেনো উইকি পেজে ঠাই পাবে?
‌
সেই সাথে অভিযোগ করা হয়েছে আমরা অন্যদের নিরুৎসাহীত করেছি বা অসহযোগীতা করেছি।
আমাকে এমন উদাহরণ দেখাতে পারবেন কি? সমালোচনা করা আর অসহযোগীতা করা এক জিনিস
নয়। বেশি অতীতে যেতে হবে না আশিক যে ২৮ তারিখে অনুষ্ঠান করছে সেখানে আমরা কখন
কোন অসহযোগীতা প্রকাশ করেছি জানালে খুশি থাকবো।

আর এই থ্রেডের বক্তব্য যা ছিলো আমাদের টিম মৃত কিনা

একেকজনের ইন্টারপ্রিটেশন এক এক রকম হতে পারে। আমি স্বীকার করি য়ে আমাদের টিম
মৃতপ্রায় কিন্তু মৃত তো বলতে আমি রাজি নই, আমি এখনও সামনে কিছু পরিবর্তন আসবে
সেই স্বপ্ন দেখি। কিন্তু আমাদের মাঝে কে কখন "আমরা কাজ করি আর নাই করি তাতে
'তুই/তোরা' বলবার কে? আবার যদি প্রশ্ন করেছিস তো জুতিয়ে গায়ের ছাল তুলে ছাড়িয়ে
জুতো বানিয়ে পরে নেবো বুঝলি !!!!" এমন এ্যাটিটিউড দেখিয়েছেন বুঝাবেন কি? যেই
মাসনুন ভাই এই থ্রেডের শুরু করেছিলেন তাকে তো অফেন্ডেড হতে দেখিনি তাহলে আপনি
এতো অফেন্ডেড হচ্ছেন কেনো বুঝতে পারছি না।




এবার আমি থ্রেডের বিষয়বস্তু নিয়ে আমার কিছু কথা বলি,

১) হ্যাঁ আমাদের টিম মৃতপ্রায়, সেটার জন্য যেমন টিম লিডারসহ অন্য
এ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বারদের ব্যস্ততা দায়ী তেমনি সক্রিয় স্বেচ্ছাসেবকের
অপ্রতুলতাও দায়ী।

২) এই বছরের শুরু নাগাদ উবুন্টু বাংলাদেশের এ্যাডমিনিস্ট্রেটিভ বডি বেশ কিছু
সিন্ধান্ত নিয়েছে, যেমন আমরা সভা অনুষ্ঠানের চেয়ে যোগ্য স্বেচ্ছাসেবক গড়ে তোলার
দিকে মনোযোগ দিতে চাই। কারণ গত কয়েকবছরে অনেক নতুন মানুষই লিনাক্সে আগ্রহী হয়ে
উঠেছে, কিন্তু লিনাক্সের স্বল্পতা ও তার বিভিন্ন সমস্যার সমাধান সময় মতো দেয়ার
যোগ্য লোকের অভাব হওয়ায় এক ধরণের নেতিবাচকতাও ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে।
বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা কমিউনিটির মেম্বাররা অপপ্রচার চালাচ্ছি এবং
বাজে পন্য গছিয়ে দেবার চেষ্টা করছি। এখন যোগ্য স্বেচ্ছাসেবক গড়ে তোলার জন্য বেশ
কিছু প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে হবে যেখানে সাংগঠনিক ক্ষমতার প্রয়োজন আছে,
প্রয়োজন আছে সময়ের।

৩) আমাদের প্রত্যেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি কমিউনিটিতে, এমন অনেকেই আছেন
আমাদের মাঝে যারা দীর্ঘ ১০-১২ বছর এর সাথে জড়িত, বিভিন্ন সময়ে খেয়ে না খেয়ে কাজ
করেছেন, তাদের কেউ ব্যক্তিগত প্রচারও চাননি, কোন অদৃশ্য ক্ষমতার অধিকারীও হতে
চাননি, তাদের পরবর্তী সময়ের অনেক প্রচারপ্রার্থী ব্যক্তি ঢাকঢোল পিটিয়ে কাল্ট
তৈরি করে এবং সেই কাল্টের বিভিন্ন ব্যক্তির হাতে নানাভাবে হেনস্থা হতে হয়েছে।
কিন্তু পরবর্তীতে দেখা যায় ব্যক্তিগত জীবনে নীটফল শূণ্য, এটা অনেকের জন্যই
কষ্টকর। এখন এনাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে ব্যক্তি জীবনে সময় দেয়া শুরু করেছেন
তাতে কমিউনিটি থুবড়ে পড়বে কেনো? ৩০০ জন শুভানুধ্যায়ী/স্বেচ্ছাসেবকরা কেনো এগিয়ে
নিয়ে যেতে পারবেন না?

৪) এখন আসি যদি আমরা এতোই ব্যস্ত তাহলে কেনো আমাদের দেশের রাজনৈতিক দলের
নেতাদের মতো কুর্সি আঁকড়ে ধরে আছি কেনো। সোজা জবাব যোগ্য উত্তরসূরীর অভাবে।
আপনারা হয়তো বলবেন অমুককে বানান তমুককে বানান, কেনো অমুক ভাই কতো কাজ করছে সবাই
ওনার কতো ফ্যান ওনাকে দিলেই হয়। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আসলে সুখকর নয়।
অনেককেই দেখা গেছে প্রথমে কাজ ভালো করেন পরবর্তীতে ভুল পথে চলা শুরু করেছেন,
নিজেদের ব্যক্তিস্বার্থ বা ব্যক্তিগত প্রচারেই বেশি তৃপ্তি পেয়েছেন। তাই
পরবর্তীতে আরও সতর্ক হতে চাই। নতুন কাউকে এখনই দায়িত্ব দিয়ে দিতে চাই না। আমি
বা শাবাব ভাই কেউই প্রথমে এসেই দায়িত্ব পাইনি, আমি সাড়ে তিন বছর শাবাব ভাই আড়াই
বছর কাজ করার পর এই পর্যায়ে এসেছি তা আমাদের কাজের মাধ্যমেই। অন্যরা কেউ আগ্রহী
হলে তাকে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেই আসতে হবে।

৫) সবশেষে যেটা বলবো। আমি এমন আহামরী বড় কোন চাকরী করছি না, কিন্তু তারপরও তার
চাপ নেহায়েত কম নয়। আমি এই একবছরে আসলেই ফ্রি সময় বের করে অনলাইনে বসে
কমিউনিটির জন্য কিছু করতে পারিনি, কিন্তু এখনও আমি ওপেনসোর্স কমিউনিটিকে
ভালোবাসি। আর আশা আছে যে ভবিষ্যতে কোন এক সময় আমি আমার রুটিন গুছিয়ে উঠতে পারবো
আর আবারও কমিউনিটিতে সময় দিতে পারবে (পুরোদস্তুর হয়তো সম্ভব হবে না কিন্তু মাসে
একবার তো বটেই)।


এতো দীর্ঘ রচনা লেখার কোন ইচ্ছেই ছিলো না। আমাকে ক্ষমা করবেন। অনেক সময় অনেকের
অনেক কথাই খারাপ লাগে কষ্ট লাগে কেবল বলা হয় না, বলতে ইচ্ছে হয় না। আজ গায়ে পরে
ঝগড়া করার বিষয়টা খুবই বিরক্ত লাগলো বলেই লিখলাম।

আশা করছি এই মেইলে রিং ভাইকে করা প্রশ্নগুলোর ছোট জবাব পাবো।

-- 
Thanking you,
Shahriar Tariq

Volunteer, Bangladesh Linux Users Alliance <http://linux.org.bd/>

Team Contact, Ubuntu Bangladesh <https://launchpad.net/%7Eubuntu-bd>

Founding Member, Amigos Clothing <http://amigosclothing.com/>
Personal Blog: আশাবাদীর দিনপঞ্জিকা <http://www.ashabadi.com/>

Endorsement:
আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/
and
মুক্ত.অর্গ http://mukto.org
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to