ভাই হাবীব কবির ৫ জুন, ২০১১ ১০:০৭ am এ তে, Habib Kabir <kobir_...@yahoo.co.uk> লিখেছে:
> > http://www.masnun.me/2011/06/03/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9.html > > > উপরের এই লিংকটা কি এই থ্রেডে রিপ্লাই করা করা একই মাসনুন সাহেবের লেখা? যদি > সেটা হয় তবে ভাই আমি খুবই বিভ্রান্ত। আপনারা একদিকে উবুন্টুকে ভাল বলছেন আরেক > দিকে সেটাকে বাঁশ মারছেন। জানতে পারি কি কেন? এই থ্রেডের প্রথম দিকের > রিপ্লাইয়ে মাসনুন > সাহেয়েবের লেখা পড়ে মনে হয়েছিল যে উনি বলছেন উবুন্টু ভাল গতিতে এগিয়ে > যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে না উনি আসলে উবুন্টুকে পচাচ্ছেন, উনি তার লেখাতে > বলেই দিয়েছেন যে উবুন্টু মোটেও উইন্ডোজের সমান নয়। যেটা শাবাব সাহেব যেটা > বলছেন যে " উইন্ডোজের > সাথেপ্রযুক্তিগতভাবে পাল্লা দেয়ার ক্ষমতা লিনাক্সের ভাল মতই আছে। শুধু ভালমতই > নয়, অনেক বেশিই আছে।" সেটার সাথে মেলেনা। দিকভ্রান্ত মানুষ যুগে যুগে ছিলো আছে থাকবে। প্রথম দিকে যখন বলা হতো পৃথিবী সূর্য্যের চারিদিকে ঘোরে তখনকার দিনকার অনেকেই এই তত্ত্বটাকে ভুল প্রমানের চেষ্টা উঠে পড়ে লেগেছিলো। তাতে কি তত্ত্বটা ভুল প্রমানিত হয়ে গেছে? নাকি তত্ত্বটাই সঠিক প্রমানিত হয়েছে আর ওই প্রমান দেনে ওয়ালারা আজ ইতিহাসের পাতায় কলংকিত তালিকাতে নাম লিখিয়েছেন? > জানতে পারি কি উবুন্টু বাংলাদেশ দলে কেন এই দুইমুখিতা? কেন উবুন্টু বাংলাদেশের > সদস্যই উবুন্টুকে পচাচ্ছেন? > আপনি নিজেও তো উবুন্টু বাংলাদেশ দলের সদস্য। এখন আপনার আচরনে যদি বাংলাদেশের একেবারে আলাভোলা কেউ দিকভ্রান্ত হয় তো তার দায় কার? আমি তো আপনাকে আপনার উবুন্টু অভিজ্ঞতায় কিছু সমস্যা নিয়ে সাহায্য করতে আহ্বান করেছিলাম। আপনি সেটাকে আমলেই নেননি। দোষটা কার আপনার নাকি আমার? "সমালোচনা করাটা যত সহজ, কাজ করাটা ততটাই কঠিন।" -- রিং +8801671411437 মহাসচিব ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>" ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।। সদস্য, উবুন্টু বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd