উবুন্টু ১১.০৪ করার পর যে যে বিষয়গুলোতে আরো আপডেট পেয়েছি তার মধ্যে ফায়ারফক্স
৪ অন্যতম। এই ভার্সনটা আমার মোটেই হচ্ছে না। এর কিছু জিনিষ  আমার মোটেই ভাল
লাগছে না। এর আগে একবার আনইনস্টল করেছিলাম। কিন্তু এখন আইনস্টল করার পর 3.6.17
নামিয়ে আর ইনস্টল করতে পারছিনা। কিভাবে যে আগে করেছিলাম তা মনে আসছে না। নেটে
ঘাটাঘাটি করলাম কিন্তু কোন কিছুই কাজে আসছে না।
কেউ কি বলবেন কি করে উবুন্টুতে .tar.bz2 ফাইন ইনস্টল করা যায়।

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] উব... sagir khan
    • Re: [Ubun... Shabab Mustafa
      • Re: [... Abhi
      • Re: [... Aniruddha Adhikary
        • R... Md Ashickur Rahman Noor
        • R... Shabab Mustafa
          • ... Abhi
            • ... sagir khan
              • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... Shabab Mustafa

Reply via email to