হার্ডওয়্যায় ড্রাইভার নিয়ে মাথা ঘামানোর আগে একটু চিন্তাভাবনা করা উচিত
বলে আমি মনে করি। বাংলালায়ন বা কিউবি কেউই কিন্তু কে কোন ধরনের ডিভাইস
দিয়ে কানেকশন দেবে তা নিয়ে কারো সাথে পরামর্শ করে না। ওরা ওদের সুবিধামত
যেটা বিক্রি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই ডিভাইস দেবে। এবং একই ডিভাইস
যে সবসময় থাকবে তার কোন নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে গ্রমীন এর মডেম এর কথা
বলতে পারি। একসময় ওদের এজ মডেমটাই কোন ঝামেলা ছাড়া লিনাক্সে কানেক্ট হত।
এরপর ওরা নতুন মডেম আনার পর দেখা গেল নানা কারসাজি করে সেটাকে ইনস্টল
করতে হচ্ছে। এখন কেউ যদি কষ্ট করে কিউবির শাটল মডেমের জন্য ড্রাইভার
বানান, তাহলে সবার উপকার হয়, কিন্তু ড্রাইভার বানানোর এক মাসের মধ্যে যদি
কিউবি সেই ডিভাইস বাদ দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে তখন? তখন পুরো কাজটাই
মাটি। আমার মনে হয় একটু কষ্ট হলেও যে ডিভাইসটা লিনাক্সে চলে সেটাই আপাতত
নেয়া উচিত।যেটার ড্রাইভার নাই সেটা কিনে ড্রাইভার বানালেও কতটা লাভ হবে
সেটা একটু চিন্তা করা দরকার।

ধন্যবাদ।
---
রাশেদুল কবির



2011/5/8 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com>:
> ভাই বোখারী
>
> ৮ মে, ২০১১ ১২:৩৭ am এ তে, Bokhari, Saif Imam <saifi...@gmail.com> লিখেছে:
>
> ভাইয়েরা,
>>
>> সবসময় উবুন্টু ইউজ করে, পাইরেসি নিয়ে লম্বা কথা বলে এখন নিজেই বাধ্য হয়ে
>> উবুন্টু ছেড়ে পাইরেটেড উইন্ডোজ ইউজ করছি শুধুমাত্র কিউবির ইন্টারনেটের জন্য। কেউ
>> কি পারলেন না উবুন্টু ১১.০৪ এ কিউবির শাটল মডেম GreenPacket UH235 চালানোর একটু
>> ব্যবস্থা করতে???
>
>
> আপনি ও কি সচেতনভাবে জেনে শুনে মডেমটা কিনতে পারলেন না?
>
>
>> অন্য বিষয়গুলার চেয়ে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট গুরুত্বসহকারে করলে আমার মতো
>> কিছু আম জনতা উপকৃত হতো। ধন্যবাদ।
>>
>
> চেষ্টা করেই যাচ্ছি। মাঝখানে তিনদিন টাঙ্গাইলে এক কর্মশালায় প্রশিক্ষকের
> ভূমিকায় ছিলাম বিধায় সময় দেয়া হয়নি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারো বসবো।
>
> দোয়া রাখবেন যেনো সফলকাম হতে পারি।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] কি... Bokhari, Saif Imam
    • Re: [Ubun... সাজেদুর রহিম জোয়ারদার
      • Re: [... opu.r.ka...@gmail.com
        • R... Bokhari, Saif Imam
          • ... Ahamed Bauani [http://bd-servers.net]
            • ... sagir khan
              • ... Bokhari, Saif Imam
            • ... istiaque ahamed
              • ... সাজেদুর রহিম জোয়ারদার

Reply via email to