লেটেস্ট usbmodswitch এর সোর্স কম্পাইল করে ইন্সটল করলে বাংলালায়ন মডেমটা ডিটেক্ট করে মোড সুইচ করে অটোমেটিক। কিন্তু beceem কোম্পানির মডেমের ড্রাইভার নাই বিধায় তা লোড হয় না। শুধু মোড সুইচ হয়ে ডিভাইসটা পেন ড্রাইভ থেকে মডেম হয়।
-- Shiplu Mokadd.im My talks, http://talk.cmyweb.net Follow me, http://twitter.com/shiplu Innovation distinguishes between follower and leader -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd