ভাষার ৩ টা রুপ সম্পর্কে আমার মতামত হল,

ইংরেজী হরফে বাংলাকে অনুৎসাহিত করব (পারলে নিষিদ্ধ)। উৎসাহের লেভেল -৫
বাংলা লেখাকে উৎসাহিত করব। উৎসাহের লেভেল +২
ইংরেজী লেখার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি।  উৎসাহের লেভেল ০। তবে sms
ল্যাঙ্গুয়েজ পরিহার করা উচিৎ।
Hw r u না লিখে How are you লিখুন। তবে In my honest opinion এর বদলে IMHO
লিখতে পারেন।  দুটো দুধরণের সংক্ষিপ্ত কোড। তাই বলে খালি LOL লিখে ভরে রাখাটাও
ঠিক না। এসব নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।

আজম ভাই, আজ সকালে আমার আর নির্ঝরের মধ্যকার থ্রেডে কিন্তু কোন ইংরেজী অক্ষরে
বাংলা  (ওরফে বাংরেজী) লেখা ছিল না। যতদূর মনে পড়ে শুদ্ধ ইংরেজীই ছিল।

-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to